বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্মানিত অতিথির বক্তব্যে হিন্দীর পাশাপাশি বাংলায়ও কথা বলেন। এ সময় নরেন্দ্র মোদি বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্বপূর্ণ অংশ ও মুক্তিযুদ্ধের উল্লেখযোগ্য গানের কথা বাংলায় উচ্চারণ করেন।
‘সোনার বাংলাদেশের প্রিয় বন্ধুরা’ এভাবেই বাংলায় বলে মোদি তার বক্তব্য শুরু করেন। এরপর বঙ্গবন্ধুকে ‘জাতির পিতা’ সম্বোধন করেন মোদি। এ সময় ভারতের প্রধানমন্ত্রী ভাষাশহীদ সালাম, রফিক, বরকত, জব্বারকে স্মরণ করেন।
অনুষ্ঠানে গোবিন্দ হালদারের লেখা ‘এক সাগর রক্তের বিনিময়ে, বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না’ গানটিও বাংলায় উচ্চারণ করেন। এ সময় মোদির মুখে বাংলায় এ গান শুনে উপস্তিত সবাই হাততালি দেন।
এ ছাড়া ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ এর ভাষণের খণ্ডাংশও স্মরণ করেন মোদি। তিনি জোরালো কণ্ঠে উচ্চারণ করেন ‘এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম’। বাংলায় উচ্চারণ করেন বঙ্গবন্ধুর ভাষণের আরেক অংশ ‘বাংলাকে দাবিয়ে রাখতে পারে এমন কোনো শক্তি নাই।’
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী। এর পর শুভেচ্ছা বার্তা দেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। অনুষ্ঠানে শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে নরেন্দ্র মোদির হাত থেকে গান্ধী শান্তি পুরস্কার গ্রহণ করেন শেখ রেহানা।