শার্শায় এসএসসি পরীক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২ জন। যশোরের শার্শায় এক এসএসসি পরীক্ষার্থী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী দুই ধর্ষককে ধরে পুলিশে দেয়। বুধবার (২১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নিজামপুর ইউনিয়নের কন্দপপুরে ঘটনাটি ঘটে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে থানায় অভিযোগ দিয়ে পরীক্ষায় অংশ নিয়েছে ভুক্তভোগী ওই পরীক্ষার্থী। এদিকে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীর স্বজন ও এলাকাবাসী।
ওই পরীক্ষার্থীর বাবা বলেন, তার মেয়ে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। বৃহস্পতিবার তার পরীক্ষা থাকায় বুধবার রাত জেগে প্রস্তুতি নিচ্ছিল। এ সময় অসুস্থ স্ত্রীকে নিয়ে তিনি ও পরিবারের অন্য সদস্যরা হাসপাতালে ছিলেন। এ সুযোগে বড় নিজামপুর গ্রামের শাহাজান মল্লিকের ছেলে হাসান তার আরও চার বন্ধুকে নিয়ে রাতে তার মেয়ের ঘরে ঢুকে হত্যার হুমকি দিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করে।
এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে হাসান ও মাসুদ রানা নামে দুই ধর্ষককে ধরে ফেলে। তবে নাসিম, নুরুজ্জামান ও সাকিব নামে আরও তিনজন কৌশলে পালিয়ে যায়। পরে এলাকাবাসী দুই ধর্ষককে পুলিশে দেয়। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন তিনি।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় থানায় অভিযোগ দিয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত অন্যদের ধরতে অভিযান চলছে।
উৎস: সময় টিভি