দীর্ঘ ২০ বছর পর ফের আফগানিস্তানের ক্ষমতা দখলে তালেবানকে অভিনন্দন জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সোমবার এক বিবৃতিতে হামাস জানিয়েছে, “সমগ্র আফগান ভূমিকে মার্কিন দখলদায়িত্ব থেকে মুক্ত করায় তালেবানকে অভিনন্দন।
হামাস সাহসী নেতৃত্বের মাধ্যমে দীর্ঘ ২০ বছরের আগ্রাসনের অবসানের জন্য তালেবানের প্রশংসা করেছে।
বিবৃতিতে হামাস আফগান জনগণের সফল ভবিষ্যতের ব্যাপারে শুভকামনা জানিয়েছে। হামাস জানায়, আমেরিকান সৈন্যদের বিতাড়িত করা প্রমাণ করে যে, জনগণের প্রতিরোধই এই বিজয়ের কারণ।
ফিলিস্তিনে ইসরাইলের দখলদায়িত্বের বিরুদ্ধে লড়াই করে আসছে হামাস। ২০০৭ সাল থেকে গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করে আসছে সংগঠনটি৷ ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বেশিরভাগ দেশের কাছে তারা সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচিত৷ তবে হামাসের কিছু মিত্র দেশও রয়েছে