আন্তর্জাতিক ডেস্ক: অর্থনৈতিক বিপর্যয় থেকে বাচার জন্য এবার যুক্তরাষ্ট্র বাণিজ্যিক লড়াই শুরু করেছে। শতবছরের বন্ধু কানাডাও বাদ পড়ছেনা। যুক্তরাষ্ট্রকে আবার ঘুরে দাঁড়ানোর আহবান জানানো রাষ্ট্রপতি ট্রামপ নির্বাহী আদেশ জারির পর বিশ্ব জুড়ে সতর্কতা শুরু হয়েছে।
কানাডার রফতানি পণ্য ইস্পাত, এলুমিনিয়াম, জালানী খনিজ, কাঠজাতীয় পণ্য সহ রকমারি ওপর ২৫% শুল্ক আদায়ের বিপরীতে যুক্তরাষ্ট্রের মদ, খাদ্য পোশাক, ফিরিজ, চুলা, ওয়াশিং,ডেরায়ার, কনসটেরাকসন পণ্যের,ওপর ২৫% ও জালানীর ওপর ১০% কর আদায়ের ঘোষণার পর কানাডার জীবনযাপনে খরচ বাড়বে।
একইরকম মেক্সিকো ও চীনের পণ্যের ওপর কর ধার্য করার উদ্যোগ নিয়েছেন ট্রামপ। পাশাপাশি অভিবাসন কড়াকড়িতে যুক্তরাষ্ট্র থেকে ২৫লক্ষ অবৈধ বসবাসকারীকে চলে যেতে হবে। যার জন্য কানাডার সীমান্তে এখন উভয়ের সতর্কতা শুরু হয়েছে। অবৈধ অনুপ্রবেশ রুখে দেয়ার যার উদ্দেশ্য।
তবে কী কানাডা ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্বে চিড় ধরছে! ভবিষ্যতে দিপাক্ষিক আলোচনার মাধ্যমে এর সমাধান হবে বলে অর্থনৈতিক বিশ্লেষকরা আশা করছেন।