নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে তিন জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নগরীর উপকণ্ঠ বেলপুকুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন- নগরীর বেলপুকুর থানার ভারুয়াপাড়া এলাকার আবদুল মান্নানের ছেলে আবদুল হান্নান (৩৯), একই থানার আগলা দক্ষিণপাড়ার মৃত আজিজুল হকের ছেলে শহিদুল ইসলাম (৩১) ও জেলার পুঠিয়া থানার শিবপুর জায়গিরপাড়া এলাকার এনামুল হকের ছেলে জিয়াউর রহমান (৪০)।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতাররা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য। গত ৩১ জুলাই জেলার চারঘাট থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় (মামলা নং-১৫) তাদের গ্রেফতার দেখানো হয়েছে। ওই মামলায় তাদের আদালতে নেয়া হয়েছে।