স্টাফ রিপোর্টার: বাগেরহাটের রামপালে লাউ চুরির অপবাদে হামলা চালিয়ে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত গৃহবধূর নাম রাধিকা পাল (৩৫)। সে সগুনার পিত্যে মৌজার দিনমজুর দিলীপ পাল এর স্ত্রী। বুধবার দুপুর ১২ টার সময় রামপালের সগুনা পিত্যে গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা এবং ভিকটিমের স্বামী জানায়, গাছ থেকে লাউ চুরির অপবাদ দিয়ে ওই গ্রামের কৃষ্ণপদ পালের পুত্র সুদীপ পাল (৪০) পাশর্বতী দিলীপ পাল এর স্ত্রীর সাথে বাকবিতন্ডা করে। তারই সূত্র ধরে সুদীপ পাল ভিকটিমের বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে সুদীপ দিলীপের স্ত্রীর বুকে সাজোরে লাথি মারে। এ সময় ভিকটিম চিৎকার করে মাটিতে ঢলে পড়ে।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। গৃহবধূও মৃত্যুর খবর পেয়ে হত্যাকারী সূদীপ পাল পালিয়ে গেছে। ঘটনার পরপরই রামপাল মোংলা সার্কেল এএসপি আসিফ ইকবাল ও রামপাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো।