1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 15, 2025, 12:20 am

রূপগঞ্জে কারখানায় আগুন : জামিন পেলেন মালিক হাসেম ও তাঁর দুই ছেলে

  • প্রকাশিত : শনিবার, জুলাই ২৪, ২০২১
  • 385 বার পঠিত

গত বুধবার বিকেলে চার দিনের রিমান্ড শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে আসামিপক্ষ সবার জামিনের আবেদন করলে ওই দিন আদালত হাসেমের দুই ছেলের জামিনের আদেশ দিয়েছিলেন।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস কারখানায় আগুনে পুড়ে ৫২ শ্রমিকের প্রাণহানির ঘটনায় হত্যা মামলায় গ্রেপ্তার আটজনের মধ্যে প্রতিষ্ঠানটির মালিক ও তাঁর দুই ছেলে জামিন পেয়েছেন। গতকাল সোমবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালতে জামিনের আবেদন করা হলে আদালত এ জামিন দেন।

জামিনপ্রাপ্তরা হলেন হাসেম ফুডস কারখানার চেয়ারম্যান মো. আবুল হাসেম (৭০), তাঁর ছেলে হাসীব বিন হাসেম ওরফে সজীব (৩৯) ও তারেক ইব্রাহীম (৩৫)। এর আগে জামিন পান তাওসীব ইব্রাহীম (৩৩) ও তানজীম ইব্রাহীম (২১)। গ্রেপ্তার অন্য আসামিরা কারাগারে আছেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।

এর আগে গত ১০ জুলাই শনিবার গ্রেপ্তার আটজনকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে ৩০২, ৩২৬, ৩২৫, ৩২৩, ৩২৪, ৩০৭ ধারায় হত্যা এবং হত্যা প্রচেষ্টার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে পুলিশ রিমান্ড আবেদন করলে আদালত প্রত্যেককে চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা রূপগঞ্জ থানার পরিদর্শক হুমায়ুন কবির জানান, হত্যা ও হত্যার অভিযোগে ৩০২, ৩২৬, ৩২৫, ৩২৩, ৩২৪, ৩০৭ ধারায় সজীব গ্রুপের চেয়ারম্যান মো. আবুল হাসেমসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁরা হলেন সজীব গ্রুপের চেয়ারম্যান মো. আবুল হাসেম (৭০), তাঁর ছেলে হাসীব বিন হাসেম ওরফে সজীব (৩৯), তারেক ইব্রাহীম (৩৫), তাওসীব ইব্রাহীম (৩৩), তানজীম ইব্রাহীম (২১), শাহান শান আজাদ (৪৩), মামুনুর রশিদ (৫৩) ও মো. সালাউদ্দিন (৩০)। এদের মধ্যে কারাগারে আছেন শাহান শান আজাদ (৪৩), মামুনুর রশিদ (৫৩) ও মো. সালাউদ্দিন (৩০)।

গত ৮ জুলাই  হাসেম ফুডস কারখানায় অগ্নিকাণ্ডে  অঙ্গার হয়ে যান ৫২ শ্রমিক। আহত হয়েছেন অন্তত ৫০ জন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park