বিনোদন ডেস্ক: টেলর সুইফট কোনো পুরস্কারে মনোনয়ন পেয়েছেন, আর নতুন রেকর্ড হবে না, তা কী হয়! হলোও তাই, গতরাতে এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (ভিএমএ) নতুন রেকর্ড গড়লেন এই সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা। খবর ভ্যারাইটির ভিএমএতে সর্বোচ্চ সাত পুরস্কার জিতেছেন টেলর সুইফট। ভিএমএতে সর্বোচ্চ সাত পুরস্কার জিতেছেন টেলর সুইফট। বুধবার রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ইউবিএস এরিনায় অনুষ্ঠিত ভিএমএতে সর্বোচ্চ সাত পুরস্কার জিতেছেন টেলর সুইফট। এর মধ্যমে রেকর্ড ৩০টি এমটিভি অ্যাওয়ার্ড পেলেন সুইফট, গড়লেন নতুন ইতিহাস। এর আগে সর্বোচ্চ ২৭টি পুরস্কার ছিল বিয়ন্সের।