1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
March 16, 2025, 7:14 am

লঙ্কা সফর প্রস্তুতিতে কমতি না বিসিবি

  • প্রকাশিত : রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২০
  • 454 বার পঠিত

স্পোর্টস ডেস্ক : টাইগারদের লঙ্কা সফর হবে কিনা তা এখন পর্যন্ত কেউ পরিষ্কার করে বলতে পারছেন না। দুই দেশের ক্রিকেট বোর্ডের চিঠি চালাচালিতেই আটকে আছে শ্রীলঙ্কা সফর। লঙ্কান বোর্ডের দেয়া নিয়মের শিথিলতা না আসলে হয়তো বাতিলই হবে করোনা পরবর্তী টাইগারদের প্রথম এই সফর। তবে সফর বাতিল হলেও মাঠে ক্রিকেট ফেরাতে চান বিসিবি সভাপতি।

তবে সফর হোক বা না হোক শ্রীলঙ্কা সফরের প্রস্তুতিতে কমতি রাখছে না বিসিবি। তাইতো প্রস্তুতির অংশ হিসেবে দুই দফা করোনা পরীক্ষা করা হয়েছে ক্রিকেটার, কোচিং স্টাফদের।

দুই দফা পরীক্ষা শেষে বিসিবি জানিয়েছে আগামীকাল রবিবার ২৭ ক্রিকেটারকে টিম হোটেলে রাখা হবে। এখান থেকেই নিয়মিত অনুশীলন করবেন তারা। ২০ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এই স্কিল ট্রেনিং চলবে আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।

২৭ সদস্যের দলে আছেন:

মুমিনুল হক, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, ইমরুল কায়েস, তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান, শফিউল ইসলাম, ইয়াসির আলী, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, খালেদ আহমেদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, হাসান মাহমুদ, সাইফউদ্দিন ও সাইফ হাসান।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park