আন্তর্জাতিক ডেস্ক:বিশ্ব পরাশকতি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনালড ট্রামপ পরবর্তী চার বছরের জন্য শপথ গ্রহণ করেছেন। আজ ওয়াশিংটনের কেপিটাল হিলে গাণিতিক ছকের জাকজমক অনুষ্ঠানে তাকে শপথ পাঠ করান সুপ্রিম কোর্টের প্রাধান বিচারপতি।
এরপর তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন যুগের শুরু হল আজ।আমাদের লক্ষ্য সবার জন্য শক্তিশালী আমেরিকা গড়ে তোলা। আমেরিকার নিরাপত্তা নিশ্চিত করা।
যুদ্ধ নয় ,বিশ্ব শান্তির জন্য কাজ করবে যুক্তরাষ্ট্র। সন্ত্রাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান ।
তবে শপথের আগেই ট্রামপ তার কেবিনেট ঘোষণা করেন। ২৪ সদস্য বিশিষ্ট তার কেবিনেটে , পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন,ফোলোরিডার সিনেটর মার্কো রুবিও। নতুন মন্ত্রণালয় সরকারি দক্ষতার দায়িত্ব দেয়া হয়েছে ধনকুবের ইলন মাসক কে। জাতীয় নিরাপত্তা দেখবেন হাওয়াই র তুলসি গাবারড,। টেক্সাস এর জন রেটকিলিফ পরিচালনা করবেন সিআইএ।কাশ পেটেল এফবিআই। পেটি হেগসেথ প্রতিরক্ষা, আর এফ কেনেডি সাসথো মানবতা,ফোলোরিডার আমেনলা বনডী অ্যাটরনী জেনারেল , দক্ষিণ কেরোইলিনার এসকট বাসনেট ট্রেজারী, টার্নার আবাসন ও আহবান,বুরুক রেলিং কৃষি,ভট বাজেট, নিউইয়র্কের লীগ জেলদিন পরিবেশ রক্ষা,জর্জিয়ার কালী লফটার ক্ষুদ্র বেবসা, হাওয়ারড বানিজ্য, লিনডা মেকমোহন শিক্ষা,খ্রিস্টি নোয়েম হোমলেনড সিকিউরিটি ।তথ্যসূত্র: হোয়াইট হাউস ও এপি।