1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
March 17, 2025, 2:56 pm

শামিয়ানার নিচে পরীক্ষা নেওয়া সেই কেন্দ্রসচিবকে অব্যাহতি

  • প্রকাশিত : বুধবার, ফেব্রুয়ারি ২১, ২০২৪
  • 97 বার পঠিত

জামালপুরের মেলান্দহ উপজেলায় শামিয়ানার নিচে এসএসসি পরীক্ষা নেওয়ায় কলাবাধা বহুমুখী উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রের সচিব মো. মুনায়েম খানকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ফাইযুল ওয়াসীমা নাহাত বলেন, গতকাল মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) কলাবাধা বহুমুখী উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রের সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আশরাফুল আলমকে ওই কেন্দ্রের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে‌।

অব্যাহতিপ্রাপ্ত কেন্দ্রসচিব মো. মুনায়েম খান কলাবাধা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক।

প্রসঙ্গত, কলাবাধা বহুমুখী উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে ৭০৪ জন শিক্ষার্থী চলতি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। কলাবাধা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা বাংলা প্রথম পত্র পরীক্ষা তাদের একাডেমিক ভবনেই পরীক্ষা দেয়। পরে বিষয়টি জানাজানি হলে কলাবাধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষাকেন্দ্র করা হয়। কিন্তু সেখানে আসন সংকট থাকায় শামিয়ানার নিচে ৫৫ জনের পরীক্ষা নেওয়া হয়।

এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরে কলাবাধা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেন্যু বাতিল করে কলাবাধা বালিকা উচ্চ বিদ্যালয়ে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park