বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন স্বাগতিক দলের অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ। ৩ ইনিংসে ৭ উইকেট শিকার করেছেন তিনি। গড়- ১০ দশমিক ২৮।
মিরাজের পর দ্বিতীয় সর্বোচ্চ ৬টি করে উইকেট শিকার করেছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। ফলে তালিকার দ্বিতীয় ও তৃতীয়স্থানে রয়েছেন সাকিব-ফিজ।
৪টি করে উইকেট আছে বাংলাদেশের পেসার হাসান মাহমুদ ও ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেনের।