গত কয়েকদিন ধরেই দেশের ক্রিকেটপাড়া সাকিব কাণ্ডে আলোচনার কেন্দ্র বিন্দু হয়ে দাঁড়িয়েছে। বিসিবি ক্রিকেট পরিচালনা পর্ষদের বেশি কয়েকজনের নামেই বেশ কিছু মন্তব্য করে সমালোচনার জন্ম দিয়েছেন তিনি। যা নিয়ে বিসিবি জরুরি বোর্ড মিটিংয়ের আয়োজনও করেছিলো। যেখানে আকরাম খান বলেন, সাকিবকে নিয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড।
সাকিবের এমন সব কাণ্ডের মাঝেই এবার মিডিয়ার সামনে বোর্ডের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতে দেখা গেল সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। দেশের একটি স্যাটেলাইট টিভি চ্যানেলে একটি প্রোগ্রামে মাশরাফির সাক্ষাতকারের প্রোমো ভিডিও প্রকাশিত হয়েছে। যাতে ম্যাশ বলেছেন তার অবসর, ফিটনেস আর বোর্ডের বিভিন্ন বিষয়ে।
মাশরাফি বলেছেন, ‘যে মানুষগুলো কথা বলছে, ওদের অবদান কী? অবদানগুলো যদি আমি তুলে ধরি, সেইটা তো খারাপ হয়ে যাবে। একটা ওয়ার্ল্ডকাপে ৫০ জন যাচ্ছেন। মাশরাফির চৌদ্দগুষ্টি উদ্ধার করছেন, কিন্তু কেউ কি নিজের টাকায় গেছে নাকি, একটু শোনেন তো।’
ফিটনেস ইস্যুতে মাশরাফিকে হয়তোবা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে রাখা হবে না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের এমন মন্তব্যের বিষয়ে মাশরাফি বলেন, ‘ডেটাগুলো একটু বের করে দেখেন, আমার একটা ফিটনেস টেস্ট ফেল আছে কি না। আমি তো এগুলো ক্যামেরার সামনে এসে বলি নাই। আমাকে বাদ দেয়ার সময় কোনো আলোচনাই আমার সঙ্গে করা হয়নি। অথচ বিসিবি বলছে, আলোচনা হয়েছে।’
অনুষ্ঠানের প্রোমো সোশ্যাল সাইটে আসায় দেশের ক্রিকেটপ্রেমীরা নড়েচড়ে বসেছেন। সাকিবের পর এবার কোন বোমা ফাটাতে যাচ্ছেন ম্যাশ? জানতে হলে আরেকটু অপেক্ষা করতেই হবে।