স্পোর্টস ডেস্ক : টাইগারদের নিয়ে কাজ করছেন রাসেল ডমিঙ্গো। এক বছরের কিছু বেশি সময় ধরে কাজ করছেন তিনি। কিন্তু করোনা পরিস্থিতিতেএই এক বছরের মধ্যে ৬ মাসই ঘরে বসেকাটিয়ে দিতে হয়েছে তার।
এদিকে বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ফের টাইগারদের নিয়ে অনুশীলনে নেমেছেন ডমিঙ্গো। এমন সময়ে এসে বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডবের পারফরম্যান্স নিয়ে আলোচনা করলেন কোচ ডমিঙ্গো।
এ সময় এক গণমাধ্যমকে ডমিঙ্গে বলেন, আমি দায়িত্ব নেয়ার পর তামিমকে খুব বেশি টেস্টে পাইনি। কারণ এই সময়ে ৫ টেস্টের মধ্যে ২টি খেলেছেন তামিম। মুশফিককে দারুণ ধারাবাহিক পেয়েছি। এই সময়ে ৭ ইনিংসে ১টি ডাবল সেঞ্চুরি, ২ ফিফটি করেছে সে। কিন্তু এই অল্প কিছু ম্যাচ দিয়ে ওদেরকে বিচার করা ও সমালোচনা করা ঠিক নয়। তারা অনেক বছর ধরে দলে অবদান রেখে আসছে।
ডমিঙ্গো বলেন, মাহমুদউল্লাহ আপাতত টেস্ট দলে ফেরার লড়াই করছে। সবশেষ টেস্টে মুমিনুল সেঞ্চুরি করেছে। আর বাংলাদেশের টেস্টে তার অনেক ভালো ইনিংস আছে। সবমিলিয়ে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে কাজ করাকে বেশ উপভোগ করছি। কারণ তাদের কারও মধ্যে প্রাণশক্তির কোনো কমতি দেখছি না। প্রত্যেকেই ভালো করতে খুবই আগ্রহী। দেশের জন্য নিজেদের উজার করে দিতে চান তারা। সবচেয়ে বড় কথা ট্রেনিংয়ে সিনিয়রদের মনোযোগ দারুণ। ওয়ার্ক এথিকস ভালো। আমি আপাতত তাদের এসব দিয়েই বিচার করতে চাই।