1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
October 4, 2024, 2:04 am
সংবাদ শিরোনাম :

১০ জনের বাংলাদেশ ভারতকে আটকে দিলো

  • প্রকাশিত : সোমবার, অক্টোবর ৪, ২০২১
  • 342 বার পঠিত

ভারতের বিপক্ষে দশ জনের দল নিয়ে খেললেও, শিষ্যদের পারফরমেন্সে খুশি কোচ ব্রুজন। মালদ্বীপের বিপক্ষে ইতিবাচক ফুটবল খেলে ফাইনালের পথে এগিয়ে যাওয়ার স্বপ্ন লাল-সবুজ কোচের। এদিকে বিশ্বনাথের শূন্যতা পূরণে প্রস্তুত দলের বাকি ডিফেন্ডাররা। এমনটাই জানিয়েছেন অস্কার। মালদ্বীপ ম্যাচের আগে পাওয়া বিশ্রাম ফুটবলারদের কাজে আসবে বলেও মত তার।

ভারত মানেই দেশের ফুটবলারদের কাছে এক আতঙ্কের নাম। ক‌’মাস আগেও বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সুনীল ছেত্রী ম্যাজিকে হেরে এসেছে বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপের সবচেয়ে সফল দলও ভারত। ইগর স্টিমাচের দলকেই আসরে সবচেয়ে বড় প্রতিপক্ষ হিসেবে দেখেছিল জামাল-তপুরা। সেই ভারতের বিপক্ষেই দাপুটে পারফরমেন্স দেখল ফুটবলপ্রেমীরা। দশ জনের দল নিয়েও ভারতকে রুখে দিয়েছে বাংলাদেশ।

শিষ্যদের পারফরমেন্সে খুশি কোচ অস্কার ব্রুজন। দলের সিনিয়রদের পারফরমেন্সে খুশি তিনি। দশ জনের দল হলেও জয়ের আশা নাকি করেছিলেন কোচ।

অস্কার ব্রুজন বলেন, ‌’দলের সিনিয়ররা দায়িত্ব নিয়ে খেলেছে। সেটা অন্যদেরও ভাল খেলতে অনুপ্রেরণা যুগিয়েছে। সুনীল ছেত্রীকে আটকানোর প্রাণপণ চেষ্টা করেছে ফুটবলাররা। তবে তারমতো ফুটবলারকে আটকানো বেশ কঠিন কাজ। সবাই হয়ত বলবে ফুটবলাররা অনেক সুযোগ নষ্ট করেছে। তবে এটা খেলারই অংশ। আশা করছি পরের ম্যাচে এটা আরও কম হবে।‌’

ভারতের সঙ্গে ড্র করায় ব্রুজনের স্বপ্নের পরিধিটা বেড়ে গেছে কয়েকগুণ। পরের ম্যাচে প্রতিপক্ষ মালদ্বীপ। সে ম্যাচে ভাল কিছু করতে পারলে ফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে জামালদের। বিশ্বনাথকে মিস করবে দল। কোচও মানছেন সেটা। তারপরও আশাবাদী তিনি।

অস্কার ব্রুজন আরও বলেন, ‌’পরের ম্যাচে মালদ্বীপের বিপক্ষে জিততে চাই আমরা। ভারত আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। বিশ্বনাথ দলের গুরুত্বপূর্ণ ফুটবলার। তার শূন্যতা অন্যদের পূরণ করতে হবে।‌’

৭ অক্টোবর স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে লড়বে জামাল ভুঁইয়ারা।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park