1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
December 2, 2023, 1:22 pm
সংবাদ শিরোনাম :
ইসি’র সিদ্ধান্তে আওয়ামী লীগের আস্থা রয়েছে : ওবায়দুল কাদের যাত্রী নিয়ে ঢাকার পথে ‌‘কক্সবাজার এক্সপ্রেস’ আজ বাংলাদেশে যোগাযোগের বিপ্লব: কক্সবাজার এক্সপ্রেস যাত্র শুরু মানুষের কল্যাণে ডিএসসিএসসি’র প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞানকে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির সংবিধানের বাইরে গিয়ে ভোট করার সুযোগ নেই: ইইউ প্রতিনিধিদলকে সিইসি নির্বাচনে দলগত নয় একক জনপ্রিয়তার তাস ! এবারও আ.লীগের টিকিট পেলেন না ব্যারিস্টার সুমন ঢাকায় নৌকার মাঝি যাঁরা আগুন-সন্ত্রাসীদের সঙ্গে কোনো সংলাপ হয় না: তথ্যমন্ত্রী আগামীকাল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন শেখ হাসিনা

১৫০-১৬০ রান আশা করছেন ডমিঙ্গো

  • প্রকাশিত : সোমবার, আগস্ট ৩০, ২০২১
  • 257 বার পঠিত

মিরপুরের উইকেটে ১৫০-১৬০ রান আশা করছেন ডমিঙ্গো। কিছুদিন আগেই অস্ট্রেলিয়া দল এসে হাড়ে হাড়ে বুঝে গেছে মিরপুর শেরবাংলার উইকেট কেমন। ওই সিরিজে মিরপুরের উইকেট ছিল ব্যাটসম্যানদের জন্য বিভীষিকা।

তাছাড়া গতিময় পেসারদের জন্য এই উইকেট কার্যকর নয়। এখানকার উইকেট সবসময় মন্থর থাকে। বল পিচ করে ধীরে ব্যাটে আসে। কিন্তু অস্ট্রেলিয়া সিরিজে সবকিছু যেন বেশিই ছিল। আসন্ন নিউজিল্যান্ড সিরিজে ‘ভালো মানের’ পিচ আশা করছেন টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

আজ সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, ‘আমি ভালো উইকেটের আশা করছি। আমরা জানি, ভালো ব্যাটিং উইকেটে ব্যাট করা ও ব্যাটিং লাইন-আপের আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়া কতটা গুরুত্বপূর্ণ। পাশাপাশি ম্যাচ জয় করা ও জয়ের আত্মবিশ্বাস কতটা জরুরি, সেটাও জানি। আমার ধারণা, মিরপুরের স্বাভাবিক ও ভালো উইকেটই পাওয়া যাবে এই সিরিজে, যেখানে ১৫০-১৬০ রান হবে ভালো স্কোর। এটাই হয়তো পরিস্থিতির দাবি এবং এমন কিছুর দিকেই আমরা তাকিয়ে থাকব।’

অস্ট্রেলিয়া সিরিজে অবশ্য দুটি উইকটে পরপর পাঁচটি ম্যাচ হয়েছে। তাই উইকেট পরিচর্যার সময় হয়নি। তাছাড়া ভারী বৃষ্টি থাকায় মাটি ছিল ভেজা। এবার তেমনটা হবে না বলে আশা করছেন ডমিঙ্গো, ‘আমি তো আর মাঠকর্মী নই! আমি কেবল ভালো উইকেটের আশাই করতে পারি। একটা ব্যাপার হলো, বছরের এই সময়টায় যে আর্দ্রতা ও যে পরিমাণ বৃষ্টি হয়, সূর্যের মুখ খুব একটা দেখা যায় না। বছরের অন্যান্য সময় যে ধরনের উইকেট বানানো যায়, এই সময়টায় ওইরকম উইকেট পাওয়া কঠিন।’

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© All rights reserved © 2017 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park