1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 6, 2025, 3:25 pm
সংবাদ শিরোনাম :

২০২৪ আইপিএলের আংশিক সূচি ঘোষণা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৪
  • 148 বার পঠিত

স্পোর্টস ডেস্ক: দুই দিন আগেই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর ‍সময় জানিয়েছিলেন চেয়ারম্যান অরুণ ধুমাল। আগামী ২২ মার্চ থেকে পর্দা উঠছে আইপিএলের ১৭তম আসরে। এবার টুর্নামেন্টটির আংশিক সূচিও ঘোষণা করা হয়েছে। উদ্বোধনী ম্যাচেই অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস (সিএসকে) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) মুখোমুখি হবে।

আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এই সূচি জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। যেখানে আইপিএলের প্রথম দুই সপ্তাহের সূচি প্রকাশ করা হয়েছে। ২২ মার্চ উদ্বোধনী ম্যাচ হবে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে। সিএসকে-আরসিবির ম্যাচটি রাত সাড়ে ৮টায় শুরু হবে।

২২ মার্চ (শুক্রবার) টুর্নামেন্ট শুরুর পরের দু’দিন দুটি করে ম্যাচ হবে। এরপর ৬ এপ্রিল পর্যন্ত প্রতিদিন ম্যাচ হবে একটি করে। ৭ এপ্রিল হবে দুটি ম্যাচ। আপাতত ওইদিন পর্যন্ত আইপিএলের ম্যাচসূচি ঘোষণা করা হয়েছে। এবারের আইপিএলে চারটি প্লে-অফ’সহ মোট ম্যাচ হবে ৭৪টি।

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো আংশিক সূচি ঘোষণার কারণ ব্যাখ্যা করেছে। তাদের দাবি— ভারতের জাতীয় নির্বাচন আসন্ন। এর ভেতরই নির্বাচন কমিশন ভোট গ্রহণের তারিখ ঘোষণা করলে, তার সঙ্গে মিল রেখে আইপিএলের বাকি ম্যাচের সূচি ঘোষণা করা হবে। আগামী এপ্রিল-মে মাসের মাঝামাঝিতে ভারতের নির্বাচন হওয়ার কথা রয়েছে। এছাড়া আইপিএলের ফাইনাল হওয়ার সম্ভাব্য সময় ২৬ মে। এর পাঁচদিন (১ জুন) পরই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর।

প্রথম ১৫ দিনের আইপিএল সূচি :

১. চেন্নাই বনাম আরসিবি- ২২ মার্চ (চেন্নাই, রাত সাড়ে ৮টা)।
২. পাঞ্জাব বনাম দিল্লি- ২৩ মার্চ (মোহালি, বিকেল ৪টা)।
৩. কলকাতা বনাম হায়দরাবাদ- ২৩ মার্চ (কলকাতা, ৮টা)।
৪. রাজস্থান বনাম লখনৌ- ২৪ মার্চ (জয়পুর, বিকেল ৪টা)।
৫. গুজরাট বনাম মুম্বাই- ২৪ মার্চ (আহমেদাবাদ, রাত ৮টা)।

৬. আরসিবি বনাম পাঞ্জাব- ২৫ মার্চ (বেঙ্গালুরু, রাত ৮টা)।
৭. চেন্নাই বনাম গুজরাট- ২৬ মার্চ (চেন্নাই, রাত ৮টা)।
৮. হায়দরাবাদ বনাম মুম্বাই- ২৭ মার্চ (হায়দরাবাদ, রাত ৮টা)।
৯. রাজস্থান বনাম দিল্লি- ২৮ মার্চ (জয়পুর, রাত ৮টা)।
১০. আরসিবি বনাম কলকাতা- ২৯ মার্চ (বেঙ্গালুরু, রাত ৮টা)।
১১. লখনৌ বনাম পাঞ্জাব- ৩০ মার্চ (লখনৌ, রাত ৮টা)।

১২. গুজরাট বনাম হায়দরাবাদ- ৩১ মার্চ (আহমেদাবাদ, বিকেল ৪টা)।
১৩. দিল্লি বনাম চেন্নাই- ৩১ মার্চ (ভাইজ্যাগ, রাত ৮টা)।
১৪. মুম্বাই বনাম রাজস্থান- ১ এপ্রিল (মুম্বাই, রাত ৮টা)।
১৫. আরসিবি বনাম লখনৌ- ২ এপ্রিল (বেঙ্গালুরু, রাত ৮টা)।
১৬. দিল্লি বনাম কলকাতা- ৩ এপ্রিল (ভাইজ্যাগ, রাত ৮টা)।
১৭. গুজরাট বনাম পাঞ্জাব- ৪ এপ্রিল (আহমেদাবাদ, রাত ৮টা)।
১৮. হায়দরাবাদ বনাম চেন্নাই- ৫ এপ্রিল (হায়দরাবাদ, রাত ৮টা)।
১৯. রাজস্থান বনাম আরসিবি- ৬ এপ্রিল (জয়পুর, রাত ৮টা)।
২০. মুম্বাই বনাম দিল্লি- ৭ এপ্রিল (মুম্বাই, রাত ৮টা)।
২১. লখনৌ বনাম গুজরাট- ৭ এপ্রিল (লখনৌ, রাত ৮টা)।

* ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় অনুযায়ী

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park