স্পোর্টস ডেস্ক : চেলসিকে হারিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার অভিযানে টানা দ্বিতীয় জয় পেয়েছে লিভারপুল। স্ট্যামফোর্ড ব্রিজে স্থানীয় সময় রোববার বিকেলে হওয়া ম্যাচে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দলকে ২-০ গোলে হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল। এই নিয়ে টানা চার লিগ ম্যাচে লিভারপুলের বিপক্ষে হারল চেলসি।
৩২তম মিনিটে ভালো একটি সুযোগ পেয়েছিলেন চেলসির টিমো ভেরনার। তবে ডি-বক্সের সামনে থেকে পোস্টের বাইরে দিয়ে শট মারেন এই মৌসুমে লাইপজিগ থেকে চেলসিতে আসা জার্মান স্ট্রাইকার।বিরতির আগে বড় এক ধাক্কা খায় চেলসি।দ্বিতীয়ার্ধের শুরুতে চার মিনিটের মধ্যে মানের দুই গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লিভারপুল। ৫০তম মিনিটে ডান দিক থেকে রবের্তো ফিরমিনোর ক্রসে হেডে ঠিকানা খুঁজে নেন সেনেগালের এই ফরোয়ার্ড।
দ্বিতীয় গোলটা বলতে গেলে প্রতিপক্ষকে উপহার দেন চেলসি গোলরক্ষক কেপা আরিসাবালাগা। সতীর্থের ব্যাকপাস ছয় গজ বক্সের ভেতর পেয়ে তার নেওয়া দুর্বল শট পা বাড়িয়ে থামানোর পর খুব কাছ থেকে জালে পাঠান মানে।
৭৫তম মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন চেলসির জর্জিনিয়ো। তার স্পট-কিক বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক আলিসন। ডি-বক্সের ভেতর ভেরনারকে থিয়াগো আলকান্তারা ফেলে দিলে পেনাল্টি পেয়েছিল স্বাগতিকরা।যোগ করা সময়ে মানের নিচু শট গোলরক্ষক ফেরালে ব্যবধানও আর বাড়েনি।
দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে তিনে আছে লিভারপুল। শীর্ষে ও দুইয়ে থাকা এভারটন আর আর্সেনালেরও সমান ৬ পয়েন্ট। একটি করে জয় ও হারে ৩ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে চেলসি।দিনের প্রথম ম্যাচে সন হিউং-মিনের চার গোলে সাউথ্যাম্পটনকে তাদেরই মাঠে ৫-২ ব্যবধানে হারানো টটেনহ্যাম হটস্পার একটি করে জয় ও হারে ৩ পয়েন্ট নিয়ে ছয়ে আছে।