নিজস্ব প্রতিবেদক: ৪৩তম বিসিএসের চূড়ান্ত নিয়োগ থেকে বাদ পড়া চাকরিপ্রত্যাশীরা প্রজ্ঞাপনে তাদের নাম অন্তর্ভূক্তির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে আবেদন জমা দিয়েছেন। বুধবার দুপুরে শতাধিক চাকরিপ্রত্যাশী আব্দুল গণি রোডে সচিবালয়ের ১ ও ২ নম্বর গেটের সামনে অবস্থান নেন। পরে বেলা আড়াইটার দিকে তারা চারজনের একটি প্রতিনিধিদল সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দপ্তরে আবেদন জমা দেন।
গত সোমবার ৪৩তম বিসিএসে এক হাজার ৮৯৬ জনকে সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে গত ১৫ অক্টোবর ২ হাজার ৬৪ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। সেই তালিকা থেকে ২৬৭ জন বাদ পড়েছেন।
জনপ্রশাসনের প্রজ্ঞাপন থেকে বাদ পড়া চাকরিপ্রত্যাশীরা বলছেন, তারা প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে পুলিশ ভেরিফিকেশন হয়ে নিয়োগ পেয়েছিলেন। কিন্তু তাদের কেন বাদ দেওয়া হলো তা তারা জানতে চান। তারা প্রজ্ঞাপনে অন্তর্ভূক্তির দাবি জানান।
২০২৩ সালের ২৬ ডিসেম্বর ক্যাডার ও নন-ক্যাডার মিলে ৪৩তম বিসিএসের ফল প্রকাশ করে সরকারি কর্মকমিশন। এতে ক্যাডার এবং নন ক্যাডারে ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি। ক্যাডার পদে ২ হাজার ১৬৩ জন ও নন ক্যাডারে ৬৪২ জনকে নিয়োগের সুপারিশ করা হয়।