1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 12, 2025, 8:03 am
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সংস্কার কাজে বিশ্বব্যাংকের সহায়তা পুনর্ব্যক্ত এ‌প্রিলে থাইল্যান্ডে দেখা হবে ইউনূস-মোদির রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবি নিয়ে নানা আলোচনা-সমালোচনা বাংলাদেশের জনগণকে অগ্রাধিকার দিতে ভারতের প্রতি শশী থারুরের আহ্বান আহত ও শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা দেওয়া শুরু ডিগ্রি পেতে কানাডা পাড়ি, তারপর ‘উধাও’ ২০ হাজার ভারতীয় শিক্ষার্থী নির্বাচন যত তাড়াতাড়ি হবে ততই আমাদের মঙ্গল: সুপ্রদীপ চাকমা রঙ করে ঢেকে দেওয়া হলো শেখ মুজিবুরের ‘সবচেয়ে বড়’ ম্যুরাল কোনো দলের পক্ষে বা বিপক্ষে থাকতে চাই না: সিইসি সোনা পাচারের সময় বেবিচকের নিরাপত্তাকর্মী গ্রেপ্তার

৯০ হাজার কার্ডের ৫৯ হাজারই বাতিল

  • প্রকাশিত : রবিবার, জানুয়ারি ২৬, ২০২৫
  • 12 বার পঠিত

# বাতিল হওয়া কার্ডগুলো করা হয়েছিল মিথ্যা তথ্য দিয়ে

# একই পরিবারের একাধিক ব্যক্তির নামেও বরাদ্দ দেওয়া হয়েছিল

# প্রকৃত গরিবেরাও বাতিলের তালিকায় পড়তে পারেন বলে আশঙ্কা

 

বরিশাল প্রতিনিধি: বরিশাল সিটি করপোরেশন এলাকার নিম্ন আয়ের মানুষের জন্য বরাদ্দ দেওয়া টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) ফ্যামিলি কার্ডের দুই-তৃতীয়াংশই বাতিল করা হয়েছে। সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সময় বিতরণ হওয়া ৯০ হাজার কার্ডের মধ্যে ৫৯ হাজার বাতিল করেছে টিসিবি।

মিথ্যা তথ্য দিয়ে, নিয়ম ভেঙে ও এক পরিবারে একাধিক টিসিবির কার্ড গ্রহণের মতো অভিযোগে এসব কার্ড বাতিল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে নগরের মধ্যেই ৫৯ হাজার কার্ড বাতিল হওয়ায় ওয়ার্ডে ওয়ার্ডে প্রকৃত গরিবেরা সরকারি এ সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, যাচাই-বাছাইয়ের পর বরিশাল সিটি করপোরেশন এলাকায় সাবেক মেয়রের বরাদ্দ দেওয়া টিসিবি কার্ডের মধ্যে ৩১ হাজার টিকেছে। এ ছাড়া সিটি করপোরেশনের বাইরে বরিশালের ১০ উপজেলায় ১ লাখ ২৯ হাজার ৯২১ জন টিসিবির সেবা গ্রহণ করছেন। ৯১ জন ডিলারের মাধ্যমে এসব সুবিধাভোগীর মধ্যে তিনটি পণ্য বিতরণ করা হয়। এগুলো হচ্ছে ২ লিটার তেল, ২ কেজি ডাল ও ৫ কেজি চাল। টিসিবির মাধ্যমে ভোক্তারা ৪৭০ টাকায় এসব পণ্য পাচ্ছেন।

নগরের নিউ সার্কুলার রোডে বাসাবাড়িতে কাজ করেন মণি বেগম। তিনি বলেন, টিসিবির পণ্য পেয়ে পরিবারের সংকট কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারছেন তিনি। এখন সেটা যদি বাতিল হয়, তাহলে বেশি দামে পণ্য কিনতে হবে। এতে ব্যয়ের চাপ বাড়বে।

অন্য ভোক্তা নগরীর ২২ নম্বর ওয়ার্ডের সাঈদ হোসেন বলেন, ‘রাজনৈতিক বিবেচনায় এসব কার্ড দেওয়া হতো। এক পরিবারের একাধিক সদস্যও পেতেন কার্ড। তখন আসল গরিবেরা টিসিবির পণ্য থেকে বঞ্চিত হতেন।’

নগরীতে টিসিবি পণ্যের ডিলার এ কে আজাদ রিপন জানান, বর্তমানে তাঁর অধীনে ৭৫৮ জন কার্ডধারী ভোক্তা রয়েছেন। এর মধ্যে কতগুলো কার্ড বাতিল হয়েছে তা আগামী সপ্তাহে বোঝা যাবে। তিনি বলেন, সাধারণ মানুষ বাতিলের তালিকায় পড়লে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এ প্রসঙ্গে টিসিবি বরিশালের সহকারী পরিচালক প্রকৌশলী শতদল মণ্ডল বলেন, ‘যাচাই-বাছাই শেষে ৬০ হাজারের কম কার্ডে অনিয়ম পাওয়া গেছে। এক পরিবার থেকে একাধিক কার্ড নেওয়ার কোনো নিয়ম নেই। কিছু বাতিল কার্ডে তথ্য অসম্পূর্ণ ছিল। অনেকটায় নির্ধারিত শর্ত পূরণ করা হয়নি।’

এ বিষয়ে কথা হলে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী

বলেন, ‘অনলাইনে যাচাই-বাছাইয়ের পর সিটি করপোরেশন এলাকার ৯০ হাজার পারিবারিক কার্ডের মধ্যে ৩১ হাজার টিকেছে। বাকি ৫৯ হাজার বাতিল হয়ে গেছে। বাতিল হওয়া অধিকাংশ কার্ডই হয়েছে মিথ্যা তথ্য দিয়ে একই পরিবারের একাধিক ব্যক্তির নামে।’

রেজাউল বারী দাবি করেন, এ কার্ডগুলো সিটি করপোরেশন বাতিল করেনি; বরং টিসিবি কর্তৃপক্ষই যাচাই করে বাতিল করেছে। বাতিল হওয়া কার্ডগুলো প্রকৃত গরিবদের মধ্যে বিতরণ করা হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park