1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
November 19, 2025, 9:03 am
সংবাদ শিরোনাম :

গ্রিসে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নারীকে আর্থিক সহায়তা

  • প্রকাশিত : শুক্রবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৪
  • 155 বার পঠিত

নিজস্ব প্রতিনিধি: গ্রিসে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নারী উদ্যোক্তা মৌসুমী পারভীনের পাশে দাঁড়িয়েছে প্রবাসী কল্যাণ বোর্ড। গত বছরের ১০ অক্টোবর রাতে গ্রিসের রাজধানী এথেন্সের আখারনুনে মৌসুমীর স্বপ্নের ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। মৌসুমী পারভীন গ্রিস আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা ও একজন নারী উদ্যোক্তা।
এ ঘটনার পর গ্রিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের আবেদনের পরিপ্রেক্ষিতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হওয়া ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মৌসুমীকে তিন লাখ টাকার আর্থিক অনুদান দেয় প্রবাসী কল্যাণ বোর্ড।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেলে দূতাবাসে মৌসুমী পারভিনের হাতে অনুদানের টাকার চেক তুলে দেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ।
উল্লেখ্য, গত বছরের ১০ অক্টোবর রাতে এথেন্সের আখারনুন রোডে মৌসুমী পারভীনের ব্যবসা প্রতিষ্ঠানে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডে প্রতিষ্ঠানে থাকা কয়েক লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। দীর্ঘ ষোলো বছর অক্লান্ত পরিশ্রম করে তিল তিল করে গড়ে তোলা ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে তিনি ও তার পরিবার বাকরুদ্ধ হয়ে পড়ে। এ সময় বাংলাদেশ সরকার, দূতাবাস এবং বাংলাদেশ কমিউনিটির কাছে সহায়তার অনুরোধ জানান মৌসুমী পারভীন।
খবর পেয়ে গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি বাংলাদেশ দূতাবাস ও সরকারের সহায়তায় তার ব্যবসা প্রতিষ্ঠান পুনরুদ্ধারে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরে এই নারী উদ্যোক্তাকে অনুদান দিতে প্রবাসী কল্যাণ বোর্ডে লিখিত আবেদন জানায় দূতাবাস। এরই পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তা মৌসুমীকে ৩ লাখ টাকা অনুদান দেয় প্রবাসী কল্যাণ বোর্ড।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park