মোশাররফ হোসেন: আনন্দঘন অথচ জমকালো অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাজিমাত করলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডা। এমন দিন বারে বারে আসেনা।
২০২৪-২৫ সময়ের জন্য নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা ছিল অসাধারণ।
অনলাইন নিউজ পোর্টাল “দূরবীণ ২৪ ডট কম “পরিবেশিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওপর নির্মিত ইতিহাস ভিত্তিক প্রথম প্রামাণ্য চিত্র “ও আলোর পথযাত্রী,, ” দেখে অনুষ্ঠানে উপস্থিত ৪০০ এলামনাই সদস্য ও কর্মকর্তাবৃনদ রীতিমত অবাক। যা আজ বিশ্বজুড়ে ইউটিউব ও ফেইসবুক সহ অনলাইনে দেখা যাবে। আগামীতে এটি আপডেট হতে থাকবে। কানাডার পর এতে উত্তর আমেরিকা ও বাংলাদেশ এলামনাই ও ছাত্র ছাত্রী ,শিক্ষকদের অর্জন সংযুক্ত করা হবে।
এবারের চট্টগ্রাম বিশ্ববিদ্যাল এলামনাই এসোসিয়েশন কানাডা কার্যকরী কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে আসা যাক।

কী ছিল না। একটি চৌকষ ও দক্ষ দলের চেষটাতে অনুষ্ঠানের সূচনা হয় বিদায় সভাপতি ডঃ এম তোহা ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের বিদায়ী বক্তব্য দিয়ে। ডিজিটাল ২০×২০ সাইজের বড় পর্দায় ভেসে উঠল কানাডার জাতীয় পতাকা ।বেজে উঠল জাতীয় সংগীত। সবাই দাঁড়িয়ে সম্মান জানলেন।এরপর বাংলাদেশের লাল সবুজ পতাকা উড়ল। বেজে উঠল আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি,,। সবাই একযোগে গাইলেন। কেনেডি কনভেনশন সেন্টার মুখরিত হল। বরনাঢঢো পোশাকে বাঙালিদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়েছিল ।
মূল অনুষ্ঠানের সূচনা হয় নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক ও শপথ গ্রহনের মাধ্যমে।

এটি পরিচালনা করেন ০১অকটোবর, ২০২৩ অনুষ্ঠিত নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মোশাররফ হোসেন।
তিনি এসময় নির্বাচন পরিচালনা বিষয়ক সঠিক তথ্য ও উপাত্ত তুলে ধরে বলেন , নানা মুখি চাপ সততেও নির্বাচন কমিশন গঠনতন্ত্র ও নির্বাচন আচরণবিধির আলোকে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করেছে। আগামীতেও নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনই সঠিক পথ।
এরপর অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ কনসুলেট টরনটোর কনসাল জেনারেল ফারুক হোসেন ও টাইটেল এসপনসর কানাডা ও বাংলাদেশ চেম্বার অফ কমার্স এর পরিচালক প্রশাসন মোহাম্মদ হাসান , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডার কর্মকান্ডে মানবিক কাজসহ বাংলাদেশের সংস্কৃতির প্রসারের আহ্বান জানান। তারা কানাডার মূলধারার সংগে মিলিয়ে বাংলাদেশের জাতীয় দিবস পালন করার পরামর্শ দেন।
অনুষ্ঠানে আগত সকল সদস্য ও পরিবারের সদস্যদের সাগত জানিয়ে বক্তব্য রাখেন উপদেষ্টা ডঃ দিলরূবা খানম, নব নির্বাচিত কমিটির সভাপতি ডঃ হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক হাসান তারিক চৌধুরী।
বাংলাদেশের বান্দরবান বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ও সমাজবিজ্ঞান, গবেষক, মুক্তিযোদ্ধা অধ্যাপক ডঃ ইমাম আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বর্তমানে পিপলস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলাউদ্দিন উপদেষ্টা হিসেবে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন। তারা বিদেশে বাংলাদেশের সংস্কৃতির প্রসারে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ শেখ জসিম উদ্দিন ও আহবায়ক হাবিবুর রহমান।
অনুষ্ঠানের টাইটেল স্পন্সরসহ সকল স্পন্সরদের সংগঠনের স্মারক উপহার দেয়া হয়।
রকমারি খাবারের নৈশভোজের পরই শুরু হয় শেষ পর্ব। দূরবীণ ২৪ডট কম পরিবেশিত, ও আলোর পথ যাত্রী,, শিরোনামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও বিবর্তন, শিক্ষা , সংস্কৃতি খেলা ,কৃতি শিক্ষক ছাত্র ছাত্রীদের সমাজ ও রাষ্ট্রীয় অবদান, অর্জন, উপাচার্য, চাকসু, দেশে ও বিদেশে অবদান, বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্য ও শহর থেকে শাটল ট্রেনে ১২ কিলোমিটার ভ্রমণ করে কেমপাসে যাতায়াত, লেখাপড়া গবেষণা বিষয়ক পেরামাননো চিত্র ছিল অনুষ্ঠানের আকর্ষণ। এটি গ্রন্থণা ও পরিচালনা করেন দূরবীণ সম্পাদক ও প্রকাশক মোশাররফ হোসেন। ধারা বর্ণনা করেন কানাডার গুয়েলপ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ মাহতাবউদদিন শাওন। ভিডিও সম্পাদনা করেন ক্লাইমেট চেনেল সিইও সঞ্জয় চাকি। যাতে রয়েছে , ৬টি বিখ্যাত গানের ফুটেজসহ অংশবিশেষ ।বাংলাদেশ , চট্টগ্রাম ও বিশ্ববিদ্যালয়ে উন্নয়নের বর্তমান চিত্র।
ডঃ মাহতাবউদদিন শাওন ও ইভার অসাধারণ উপস্থাপনা ,কবিতা এবং নাচ ও গান মিলে মধ্যরাতে সবাই বাড়ি ফেরেন।
তবে সাংস্কৃতিক অনুষ্ঠানে তাপস দেব ও তার দলের এসো হে বৈশাখ,, টাকডুম, টাকডুম বাজে বাংলাদেশের ঢোল, সাধের লাউ, বানাইলো মোরে বৈরাগি,নাচ সকলকে মাতিয়ে তোলে। অতঃপর নন্দিতা ও সোমা সাঈদের জনপ্রিয় আধুনিক গান সবাইকে মুগ্ধ করে । সোমার” ওরে সামপান ওয়ালা ,, গানে অনেকেই নেচে ওঠেন। সবশেষে টরনটোর যান্ত্রিক, বেনড দল গানে গানে মধ্যরাতে মাতিয়ে দেয়। বিশেষ করে “ডাক দিয়াছে দয়াল আমারে,, গানটি সবার প্রাণ ছুঁয়ে যায়। এসময়ে ডিজিটাল বড় পর্দার দৃশ্যায়ণ ছিল অসাধারণ।