দূরবীণ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও বিবর্তন বিষয়ক প্রথম প্রামাণ্য চিত্র “ও আলোর পথ যাত্রী” দেখুন দূরবীণ ২৪.কম/doorbin24.com ইউটিউব চেনেলে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন নর্থ আমেরিকা ইনক ও কানাডা ড্রোনসহ ৫টি ক্যামেরা দিয়ে ৩বছর চিত্র ধারণ করার পর তিন পর্বের তিনটি প্রামাণ্য চিত্র নির্মাণ করেন সংবাদ, পূর্বকোণ, মুক্তকন্ঠ, বিটিভি ও বাসস- এ কাজ করা মো. মোশাররফ হোসেন। বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি ও মাস্টার্স শেষে কৃতি ছাত্র ছাত্রী ও শিক্ষকরা বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন বিরাট একটি অংশ । শিক্ষার আলো ছড়িয়েছেন। সীমাবদ্ধতার মধ্যেই কীর্তি মানদের নিয়ে নির্মাণ করা প্রামাণ্য চিত্রটির নাম “ও আলোর পথ যাত্রী”। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওপর নির্মিত প্রামাণ্য চিত্রের জন্য মোশাররফ হোসেনকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন নর্থ আমেরিকা ইনক গত ২৬অক্টোবর, ২০২৫ নিউইয়র্কের উডসাইড কুইনস প্যালেস মিলনায়তনে সম্মাননা পুরস্কার প্রদান করেছে। এ প্রামাণ্যচিত্র বিভিন্ন বিশ্ববিদ্যালয় , এলামনাই এসোসিয়েশন ও দূরবীণ আর্কাইভে সংরক্ষণ করা হবে। প্রতিবছর আপডেট করার প্রতিশ্রুতি রইল। প্রামাণ্য চিত্রটির কপিরাইট ও স্বত্ত্ব দূরবীণ ২৪.কম এর।
প্রামাণ্যচিত্রটির প্রোমো দেখুণ নিচে-
চ“ও আলোর পথযাত্রী (পর্ব-২)” এর পূর্নাঙ্গ ভিডিও দেখুন দূরবীণ ২৪.কম/doorbin24.com ইউটিউব চ্যানেলে। এজন্য নির্মাণ সহায়তা হিসেবে মাত্র $ 5 ই-পেমেন্ট করুন mosharraf49@yahoo.com তে। এরপর যোগাযোগ করুন নির্মাতা মো. মোশাররফ হোসেন, সম্পাদক ও প্রকাশক, doorbin24.com, যোগাযোগ নম্বর: +1 (416) 662-4260 . সাবেক ও বর্তমান ছাত্র ছাত্রী শিক্ষক , কর্মকর্তা, কর্মচারী সকলেই দেখতে পারেন। তিনবছরের প্রচেষ্টার এই প্রামাণ্য চিত্রটি। ইতিহাস, বিবর্তন, শিক্ষা, গবেষণা খেলা, সাংস্কৃতিক কর্মকান্ড তথ্য চিত্রটিতে তুলে ধরা হয়েছে। আগ্রহী সবাইকে অতি সামান্য এই সাবস্ক্রিপশন ফি দিয়ে করে দেখার অনুরোধ রইল।