মোশাররফ হোসেন: কানাডার সংসদে জরুরি অবস্থা আইন বিষয়ক আলোচনা আজ স্থগিত করেছেন স্পিকার। অপরদিকে অটোযার সংসদীয় এলাকাসহ ডাউনটাউন থেকে টিকা বিরোধীদের অবরোধ সরিয়ে দেবার জন্য পুলিশ ও আরসিএমপি কয়েকটি দল ধরপাকড় শুরু করেছে। গতকাল ও আজ অপারেশনে নেমে প্রতিবাদকারীদের নেতা তামারা লিচ ও বারবার সহ বহু ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ ৩ থেকে ১০ফুট উঁচু বেষ্টনী প্রাচীর দিয়ে টিকা বিরোধীদের অবস্থান ঘিরে ফেলে। তারা সংসদ ভবনে র চারিদিকে অবস্থান নিয়ে সকলের প্রবেশ বন্ধ করে দেয়।
তুষারপাত বরফের মধ্যেও আজ সকালে শত শত পুলিশের বিশেষ শাখার সদস্যরা একসাথে অপারেশনে নামে। তারা মাইকে অবরোধ সরিয়ে বাড়িতে ফিরে যাবার জন্য ঘোষণা করে । আইন ভংগ করে সড়ক ও শহরের যাতায়াত বন্ধ করা যাবে না।
এক পর্যায়ে পুলিশের সাথে বিক্ষোভকারীরা হাতাহাতিতে লিপ্ত হয়। কানাডার পতাকা উড়িয়ে বিক্ষোভকারীরা পুলিশের সাথে তর্কাতর্কি করতে দেখা গেছে। এসময় পুলিশ এক একজন করে বিক্ষোভকারী গ্রেফতার করেছে।
শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করলেও তা যে কোনো সময় বড় রকমের সংঘর্ষে পরিণত হতে পারে। এরপর আপডেট সংবাদ দেবার চেষ্টা করা হবে।