বিশ্বে অস্ত্র রফতানিতে শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। গত পাঁচ বছরে দেশটির অস্ত্র রফতানি ৩৭ শতাংশ বেড়েছে। সুইডেনভিত্তিক এক গবেষণা ইন্সটিটিউটের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। দেখা গেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ফ্রান্স ও জার্মানির অস্ত্র রফতানিও বেড়েছে, অন্যদিকে রফতানি কমেছে চীন ও রাশিয়ার।
অস্ত্র আমদানিতে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে মধ্যপ্রাচ্যে। এখানে ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত পাঁচ বছরে আগের চেয়ে ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে অস্ত্র আমদানি। দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৩৬১ শতাংশ আমদানি বাড়িয়েছে কাতার। এরপরেই ১৩৬ শতাংশ বাড়িয়েছে মিশর ও ৬১ শতাংশ বাড়িয়েছে সৌদি আরব।
গবেষণায় বলা হয়েছে, রাশিয়ার অস্ত্র রপ্তানি কমেছে ২২ শতাংশ। রাশিয়ান এক গবেষক এলেক্সজান্ডার কুইমোভা বলেছেন, রাশিয়া কয়েকটি দেশের সঙ্গে নতুন রফতানি চুক্তি করেছে। এতে করে সামনের বছরগুলোতে সম্ভবত রফতানি বাড়বে। তবে তারা বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতার মুখে পড়বে।
এদিকে বিশ্বের পঞ্চম সর্বোচ্চ অস্ত্র রফতানিকারী দেশ চীনের রফতানি কমেছে প্রায় ৮ শতাংশ। দেশটির সবচেয়ে বড় ক্রেতা ছিল পাকিস্তান, বাংলাদেশ ও আলজেরিয়া।