দূরবীন অনলাইন : দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা ।
বুধবার সকাল ১১টায় মিরপুর ১০ নম্বর গোল চত্বরে কয়েকশ শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ করে। এ সময় মিরপুর ১, ২, ১০, ১১, ১২, ১৩ ও ১৪ নম্বরের সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
দুপুর ১২টায় দলবেঁধে আন্দোলনকারীরা ১০ নম্বর থেকে মিরপুর ১ নম্বর সনি সিনেমা হলের সামনে গিয়ে অবস্থান নেয়। দুপুর ২টা পর্যন্ত তারা মূল সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় আশপাশে বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মিরপুর মডেল থানার ওসি মোস্তাজিজুর রহমান বলেন, দুপুর পর্যন্ত শিক্ষার্থীরা রাস্তায় ছিল। এরপর চলে গেছে। কোনো ঝামেলা হয়নি।দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।