আরও তিন বছরের জন্য বার্ন ইউনিটের দায়িত্ব পেয়েছেন ডা. সামন্ত লাল সেন। দেশের ১৪টি মেডিকেল কলেজ হাসপাতালে থাকা বার্ন ইউনিটগুলোকে শক্তিশালীকরণ এবং বিশেষায়িত চিকিৎসাসেবা সম্প্রসারণের জন্য ফের তাকে সমন্বয়কের দায়িত্ব দিয়েছে সরকার।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তার চুক্তির মেয়াদ আরও ৩ বছর বাড়িয়ে আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়, আগের চুক্তির ধারাবাহিকতায় এবং একই শর্তে ৫ এপ্রিল বা যোগদানের তারিখ থেকে এই মেয়াদ বৃদ্ধির আদেশ কার্যকর হবে।
আরও পড়ুন: ৮ এপ্রিল থেকে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে
ডা. সামন্ত লাল ২০১৫ সালের ৩ এপ্রিল থেকে বার্ন ইউনিটগুলোর সমন্বয়ক হিসেবে চুক্তিতে নিয়োজিত আছেন। তিনি বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জন। বাংলাদেশ প্লাস্টিক সার্জন সোসাইটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।
চিকিৎসাসেবায় বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে।