তিনি বলেন, আমি এটা বিশ্বাস করি যে কৃত্রিম মেধার জন্য যত চাকরি যাবে, তার চেয়ে অনেক বেশি নতুন নিয়োগের সুযোগ তৈরি হবে। উদাহরণ হিসেবে তিনি ইন্টারনেটের প্রসঙ্গ টেনে বলেন, ইন্টারনেট বেশ কিছু ক্ষেত্রে চাকরির সুযোগ কমিয়েছে। তবে ওয়েব পাবলিশিংসহ নেট দুনিয়ায় অনেক বেশি চাকরির সুযোগ তৈরি করেছে। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রেও এমনটা হবে বলে আশাবাদী আইবিএম এই কর্মকর্তা। তার মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারের ফলে ওয়েব ডিজাইন, ডেটা সায়েন্স, ডিজিটাল মার্কেটিং এবং ওয়েব পাবলিশিংয়ের দুনিয়ায় অনেক বেশি নিয়োগ হবে। তবে নতুন নিয়োগের জন্য নিজের দক্ষতা বাড়ানো দরকার।