করোনার সংক্রমণ বেড়েই চলেছে করোনার ‘নতুন হটস্পট’ রাজশাহীতে। বুধবার দুইটি ল্যাবে রাজশাহীর ৪০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৬৯ জনের করোনা পজেটিভ এসেছে। বুধবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ এবং রামেক হাসপাতাল দুইটি পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
এতে দেখা যায়, আগের দিনের চেয়ে ১ দশমিক ২২ শতাংশ বেড়ে করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ৪১ দশমিক ৮৪ শতাংশ। যা আগের দিন মঙ্গলবার ছিলো ৪০ দশমিক ৬২ শতাংশ। এছাড়া জেলায় শনাক্তের হার ছিলো গত বৃহস্পতিবার ৪২ দশমিক ২৮ শতাংশ, শুক্রবার ৪৯ দশমিক ৪৩ শতাংশ, শনিবার ৫০ দশমিক ২৭ শতাংশ, রবিবার ৪১ দশমিক ২৯ শতাংশ এবং সোমবার ছিলো ৪৫ দশমিক ০৭ শতাংশ।
আরও পড়ুন:
রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, বুধবার রাজশাহীর দুই ল্যাবে ৬৫৫ জনের নমুনা পরীক্ষা করে ২৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহীর ৪০৪ জনের নমুনা পরীক্ষা করে ১৬৯ জনের পজিটিভ আসে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের ২৫১ নমুনা পরীক্ষা করে ৬৩ জনের করোনা পজেটিভ এসেছে। এ জেলায় শনাক্তের হার ২৫ দশমিক ১০ শতাংশ