রাজধানীর খিলক্ষেতে লেক সিটি কনকর্ডের ১৬ তলা একটি আবাসিক ভবনের ১১ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের চেষ্টায় ১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
রবিবার (১৪ মার্চ) দুপুর ১২ টা ২০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কনট্রোল রুমের অপারেটর বাবুল মিয়া ইত্তেফাককে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১৬ তলার লেক সিটি ভবনের ১১তলায় আগুন লেগেছে বলে আমরা খবর পেয়েছি। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।