মোশাররফ হোসেন: ফিরে এল চট্টগ্রাম কলেজ বাংলাদেশের বনভোজন । টরনটোর এডামস পার্কের ডি বোলক ,চট্টগ্রাম কলেজে র সাবেক ছাত্র ছাত্রীদের মিলনমেলায় পরিণত হয়েছিল।
সকাল থেকে বিকেল পর্যন্ত রকমারি খাবার , খেলা, সংগীত মিলে এক আনন্দময় পরিবেশ তৈরি হয়েছিল।
এখানে সবাইকে সাগত জানিয়েছেন চট্টগ্রাম কলেজ এলামনাই এসোসিয়েশন এর সভাপতি আওরঙ্গজেব চৌধূরী, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চৌধূরী সাইফুল, বনভোজন আহ্বায়ক ওবায়দুর রেজা।
ছিল রাফেল ডোরো ও আকর্ষণীয় পুরস্কার । তুমি রোজ বিকেলে আমার বাগানে,, গানে গানে দুলছিল এডামস পার্ক ।
খাবার কম কিসে ।সকালের নাস্তা , মধ্যাহ্ন ভোজ, বিকেলে ঝালমুড়ি , কেক, সমুচা মিষ্টি ,চা ও কোমল পানীয় মিলে তৃপ্তির ঢেকুর তুলে সবাই নীড়ে ফেরেন। আবার দেখা হবে ২০২৩ সালে। এ কামনা সকলের ।