মোশাররফ হোসেন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডা ইনক এর বনভোজন ২৪জুলাই ২০২২। টরনটোর নৈসর্গিক ও নয়নাভিরাম সৌন্দর্যে ভরা এডামস পার্কে দিনভর চবিযান কানাডার মিলনমেলা। এবার করোনাকে জয় করে সাবেক ছাত্র ছাত্রীদের বড় রকমের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।
মুখরিত হয়ে উঠুক চবিযানের এ অনুষ্ঠান। এ কামনা সংগঠনের সভাপতি ডঃ এ এম তোহা, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ও বনভোজন আহ্বায়ক জসিমউদ্দিন এর।
এজন্য আকর্ষণীয় সরনিকা “শাটল ট্রেন ” প্রকাশিত হবে ।আসুন সবাই ।আনন্দময় করে তুলুন এ অনুষ্ঠান। সংগীত, আবৃত্তি ও খেলা মিলে মুখরিত হয়ে উঠুক এডামস পার্ক।