যশোরের চৌগাছা উপজেলায় কয়ারপাড়া বাস মালিক সমিতির সময় নির্ধারণ কাউন্টার স্ট্যাটার তৌহিদুল ইসলাম তোতা’র উপর হামলা করেছে চিহ্নিত দূর্বত্তরা। এতে গুরুতর আহত হয়েছেন স্টার্টার।
এসময় বাস মালিক সদস্য আতিয়ার রহমান কে জোরপূর্বক তুলে নিয়ে অন্যত্র রড, দাসহ দেশীয় অস্ত্রপাতি দিয়ে মারপিট করে। এঘটনায়
সন্ত্রসীি হামলার প্রতিবাদে চৌগাছা বাস মালিক সমিতি গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করেছে।
সংশ্লিষ্ট বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেন, যশোর মেইনরোড কয়ারপাড়ার সময় নির্ধারন কাউন্টারে আমার বাস মালিক সমিতির সদস্য সহ স্ট্যাটার কে কোন কারণ ছাড়াই থ্রী হুইলার চালকগণ পরিকল্পিতভাবে নির্যাতন করে গুরুতর আহত করেছে।
যশোর থেকে চৌগাছা রুটের সিংহঝুলীর পরববর্তী পশ্চিমের স্টপেজ এটি। এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকার ঘোষণা করেছে চৌগাছা বাস মালিক সমিতি। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে। তবে উভয় পক্ষকে নিয়ে পুলিশ প্রশাসন বিষয়টি মীমাংষার জন্য উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।