মোশাররফ হোসেন: শীত বিদায় নিয়েছে আগে । এরপর বৃষ্টি । এখন রৌদরো । প্রকৃতির নতুন সাজ। এ যেন আনন্দ অবগাহনের হাতছানি । গাছেরা রঙিন রূপে আবির্ভূত । হাঁসের দল অন্টারিও লেকের পরিষকার জলে সাঁতার কাটছে । কখনও ডুব দিয়ে গভীরে গিয়ে মাছ ধরে সবাই মিলে খাচ্ছে । মানুষ বসে নেই।লেকের সচ্ছ জলে পাল তোলা নৌকা, ইসপীড বোট, ক্ষুদ্র জলযান , কিংবা ফেরি তে চড়ে বেড়াতে বেরিয়েছেন ।
বিলি বিশপ বিমানবন্দর থেকে বিমান উড়ে যায় ।খোলা মেলা ক্ষুদ্র পোশাকে লেকের তীরে দলে দলে বেড়াচ্ছেন । মেয়েরা একটু এগিয়ে । সাইকেল চালিয়ে যাচ্ছে হারবার পোর্ট থেকে একজিবিশন পর্যন্ত । কখনও পার্কে বসে পানীয় ও বারগার, শর্মা, চিপস , চকলেট সহ খাবার খাওয়া বাদ যাচ্ছেনা আবার পাল তোলা নৌকা ও জলযানে বেড়াতে গিয়ে সবাই গানে গানে মুখরিত জীবনের জয়গান গাইছে ।
মাঠে খেলা চলছে ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, বেসবল, দাবা। শিশু ও কিশোররা ছুটে যাচ্ছে সাইকেল নিয়ে । বিকেলে পার্কে বেড়াতে গিয়ে মুগ্ধ সকলে। আমার বাসার পাশে ২৫ একর জায়গা জুড়ে ডেনটোনিযা পার্ক । এখন সর্বদা মুখরিত। খেলা ও বেড়ানো র জন্য আদর্শ এলাকা। আগামী অক্টোবর পর্যন্ত যা মুখরিত হয়ে থাকবে ।
অপরদিকে বিভিন্ন পার্ক বনভোজন মেতে উঠছে ।
সড়ক ও মহাসড়ক বিকট শব্দে ছুটে যাচ্ছে ৮০০থেকে ২০০০সিসি মোটরবাইক । বিদ্যুত চালিত টেরেসলার গাড়ির দরজা পাখির ডানা মেলে সুর তুলছে । এ এক আনন্দ অবগাহন।