প্রথমবারের মত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে নেমেই বল হাতে আলো ছড়িয়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান।
গতরাতে পঞ্চদশ আসরের দশম ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে বল হাতে ৪ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট নেন মুস্তাফিজ। ফিজের দুর্দান্ত বোলিংয়ের দিন ১৪ রানে ম্যাচ হারে দিল্লি।
গুজরাটের অস্ট্রেলিয়ার ক্রিকেটার ম্যাথু ওয়েডকে ১, রাহুল ত্রিওয়াতিকে ১৪ ও অভিনব মানোহরকে ১ রান শিকার করেন মুস্তাফিজ।
প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৭১ রান তুলে গুজরাট। দলের পক্ষে ৪৬ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় সর্বোচ্চ ৮৪ রান করেন শুভমান গিল।
১৭২ রানের জবাবে ব্যাট হাতে সুবিধা করতে পারেনি দিল্লির ব্যাটাররা। ২০ ওভারে ৯ উইকেটে ১৫৭ রান তুলে ম্যাচ হারে দিল্লি।
আইপিএলের পঞ্চদশ আসরের মেগা নিলামে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে মুস্তাফিজকে দলে নেয় দিল্লি।