শের শীর্ষস্থানীয়, সুনামধন্য ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস লিঃ সকল পেশা ও আয়ের ভোক্তা শ্রেণীর কথা বিশেষ বিবেচনা করে বাজারে নিয়ে এলো অটাম বিগ সেল অফার। এই অফার এ ক্রেতাগণ পাবেন রেফ্রিজারেটর এ সর্বোচ্চ ১৮% ছাড়, নির্দিষ্ট মডেল এর এসি তে সর্বোচ্চ ৯০০০ টাকা নগদ মূল্য ছাড় ও যেকোনো এসি তে সর্বোচ্চ ১০% ছাড়, এলইডি টিভি তে সর্বোচ্চ ৫% ছাড় এবং মোটরসাইকেল এর ভিন্ন ভিন্ন মডেল এর উপর থাকছে সর্বোচ্চ ১৫০০০ টাকা নগদ মূল্য ছাড় সহ অন্যান্য সকল পণ্যের উপর বিশেষ মূল্য ছাড়। উক্ত অফার এর আওতায় যমুনা ইলেকট্রনিক্স এর বিক্রয় বৃদ্ধির সাথে সাথে ভোক্তা সাধারণের মাঝে ব্যাপক সারা পরিলক্ষিত হয়। এই প্রসঙ্গে প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাবৃন্দ বলেন, দেশের সর্ব শ্রেণীর ভোক্তা সাধারণের দোরগোড়ায় ইলেকট্রনিক্স পণ্য আরো সহজলোভ্ভো করতেই যমুনা ইলেকট্রনিক্স এর এই আয়োজন।আকর্ষণীয় এই অফারটি উপভোগ করা যাবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যমুনা ইলেকট্রনিক্স এর যেকোনো প্লাজা থেকে।