মোশাররফ হোসেন : একদিন.. মায়াবী রাতে .. নিউইয়র্কে ১৯ নভেম্বর হয়ে গেল জমকাল উৎসব । চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন নর্থ আমেরিকা ইনক নিউইয়র্কের কুইন্সে লাগোরডিয়া প্লাজা হোটেলে ২৯ বছর পূর্তি ও ৫৭ তম বিশ্ববিদ্যালয় দিবস পালনে বিকেল থেকে মধ্যরাত অবধি আনন্দ উৎসবে মেতে ছিল। তিন শতাধিক সাবেক ছাত্র ছাত্রীদের মিলনমেলায় পরিনত হয়েছিল এ উৎসব ।
১৯৯৩ সালে তৎকালীন ময়ূর রেস্টুরেন্ট ও স্টোর ৫১ তে বসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন নর্থ আমেরিকা ইনক প্রতিষ্ঠা করেন ৩০জন উদ্যমী ও সাহসী সাবেক ছাত্র ছাত্রী। আজ যা কয়েক হাজারে, উত্তর আমেরিকাজুড়ে বিশাল সংগঠনে রূপলাভ করেছে । এজন্য তাদের অভিনন্দন
তিন পর্বের এ অনুষ্ঠানের সূচনাতে সংগঠনের সভাপতি মাহমুদ আহমেদ সভাপতিত্ব করেন ।আলোচনা পর্বে বাংলাদেশ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য অধ্যাপক ড: শিরিন আখতার, যুক্তরাস্ট্রের সাউথ ইলিনয় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডীন ও এমিরেটাস আধ্যাপক (অব:) ড: মিজানুর রহমান মিয়া, ড: আশরাফ আহমেদ, ড: শফিকুর রহমান, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য ড: এ এফ এম ইমাম আলী, বাংলাদেশ থেকে দূরবীন২৪.কম সম্পাদক মো: মোশাররফ হোসেন, ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন ।
এসময় সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এস এম ইকবাল ফারুক । এরপর প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর শাহনেওয়াজ ডিকেন্স, অধ্যাপক ড: রহমান নাসিরউদ্দিন, ডা: সরওয়ারুল হাসান, এটর্নী মঈন চৌধুরি, আব্দুর আউয়াল শামীম, অনুষ্ঠান আহবায়ক মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ, সিনিয়র সহ সভাপতি সেকান্দার চৌধুরি, সহ সভাপতি হাসান মাহমুদ, রানা ফেরদৌস চৌধুরি , মীর চৌধুরি, ববি চৌধুরী, হেলাল চৌধুরি, আনোয়ারুল করিম, বিষনু গোপ, আবু তাহের চৌধুরি (টেক্সাস), শামীম আল মামুন, পলি পারভীন, কিরণ কবির, নুর ইয়াহিয়া, ইরফানুল কবির (ডালাস), সুশ্রীত চৌধুরি প্রমুখ।
অনুষ্ঠানে উপদেষ্টাবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হয় । এরপর শাহেদ আলী, ছন্দা বিনতে সুলতান ও রাহী ইয়াহিয়ার উপস্থাপনায় এলামনাই পরিবার সদস্যদের পরিবেশনা “মুখরিত জীবনের চলার বাঁকে, আবৃত্তি ও বৃন্দগানে অংশ নেন ফাহমিদা জিগর জাহান, সুচরিত, পলি, কিরণ কবির, অসীম সাহা, হোসনে, রওনক হাসান, গোলাম মোস্তফা, শাহেদ, ছন্দা । নৃত্য পরিবেশন করেন নায়েলা কবির, নারমিন হায়দার । এ ছাড়া সংগীত পরিবেশন করেন প্লামি দাস, ফুলু রায় চৌধুরি, বিষনু গোপ, ববি চৌধুরী, মিলি, বাঁধন, হাসান। আমন্ত্রিত শিল্পী রিজিয়া পারভীন, সায়েরা রেজা, চন্দন চৌধুরি, কালা মিয়া গানে গানে মধ্যরাত অবধি মাতিয়ে তোলেন দর্শক ও শ্রোতাদের ।
রিজিয়া শুধু গান গেয়ে পরিচয়.., কমলায় নৃত্য করে, চমকিয়া, চমকিয়া.., সায়েরা ওরে স্পানওয়ালা .. জ্বালাইয়া গেলা মনের আগুন.. সহ লোকজ গান গেয়ে মাতিয়ে রাখেন ।
অনুষ্ঠানে ‘শাটেল ট্রেন ’ নামে বিশেষ প্রকাশনা ছিল স্মৃতি জাগানিয়া । তবে সবকিছুকে ছাড়িয়ে যায় নৈশ ভোজের বাহারি আয়োজন
৩০ বছর পূর্তি উৎসব ডালাসে..
এলামনাই কার্যনির্বাহি কমিটির সিনিয়র সহ সভাপতি সেকান্দার চৌধুরি তার বক্তৃতার সময় ৩০ বছর পূর্তি উৎসব ডালাসে আয়োজনের আগ্রহ প্রকাশ করেছেন । এ বিষয়ে নির্বাহি কমিটি পরবর্তীতে সিদ্ধান্ত নেবে বলে সভাপতি মাহমুদ আহমেদ জানিয়েছেন ।