1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 16, 2024, 1:07 am

নিউজিল্যান্ডে ঘুরে দাঁড়াতে সকালে মাঠে নামবে বাংলাদেশ

  • প্রকাশিত : সোমবার, মার্চ ২২, ২০২১
  • 399 বার পঠিত

ডানেডিনে সিরিজের প্রথম ওয়ানডেতে রীতিমতো বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডে তামিমদের অসহায় আত্মসমর্পণ পরবর্তী আলোচনা, বিশ্লেষণ ঢাকা পড়েছে সম্প্রতি সাকিব আল হাসানকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে। তবে চলমান বিতর্কে মন দেয়ার সুযোগ খুবই কম মুশফিক-মাহমুদউল্লাহদের।

কারণ রাত পোহালেই সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ম্যাচটি শুরু হবে মঙ্গলবার ( ২৩ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৭টায়।

ম্যাচটি বাংলাদেশের জন্য ঘুরে দাঁড়ানোর মঞ্চ। সঙ্গে সিরিজ হার এড়ানোর সুযোগ। সিরিজে টিকে থাকতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই। জিততেই হবে এমন সমীকরণ সামনে থাকলেও তামিম বাহিনীর সমস্ত মনোযোগ এখন ব্যাটসম্যানদের ঘিরে। কারণ প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতা ডুবিয়েছে সফরকারীদের। তাই লিটন-সৌম্যদের ব্যাটে রান দেখাই সবচেয়ে প্রার্থিত বিষয়। সিরিজে ১-০ তে পিছিয়ে থাকা বাংলাদেশ আজ কার্যত ক্রাইস্টচার্চে রানের সন্ধানে ব্যস্ত থাকবে। বোল্ট-জেমিসনদের দুরন্ত বোলিংয়ের বিপরীতে রানে ফেরার কঠিন চ্যালেঞ্জের মুখে এখন ব্যাটসম্যানরা।

দাপুটে নিউজিল্যান্ড অবশ্য কালই সিরিজ জয় নিশ্চিত করতে মুখিয়ে আছে। উইনিং কম্বিনেশন ধরে রাখার সম্ভাবনাই বেশি স্বাগতিকদের। কারণ হ্যামস্ট্রিং ইনজুরির কারণে কালকের ম্যাচেও থাকছেন না অভিজ্ঞ রস টেলর।

হ্যাগলি ওভালে অনুশীলন করেছে বাংলাদেশ দল। অনুশীলন শেষে মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন জানিয়েছেন, ডানেডিনের হার ভুলে ক্রাইস্টচার্চে নতুন শুরু করতে চায় বাংলাদেশ। তবে মিথুনও স্পষ্টভাবে বলেছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো কিছু করতে হলে ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে।

ডানেডিনে রানআউট হওয়া মিঠুন বলেন, ‘যে ধরণের উইকেট, ভালো করতে হলে অবশ্যই ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে। গত ম্যাচে খুবই বাজে ছিল, যদিও কন্ডিশন আমাদের পক্ষে ছিল না। ক্রাইস্টচার্চ নতুন ভেন্যু, নতুন আরেকটা ম্যাচ। অবশ্যই চাইব, আগের ম্যাচের সবকিছু ভুলে গিয়ে সামনের ম্যাচে সেরাটা দেওয়ার।’

দলের সব ব্যাটসম্যানকেই দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান মিথুন।

লড়াই করতে হলে অন্তত ২৬০-২৭০ রানের বিকল্প দেখছেন না তিনি। বলেন, ‘ব্যাটসম্যানদের আরেকটু দায়িত্বশীল হতে হবে। উপর থেকে নিচ পর্যন্ত- সবার জায়গা থেকে সেরাটা দিতে হবে। এখানে প্রথম ১০ ওভারেই ম্যাচ আমাদের হাত থেকে বের হয়ে যায় বিশেষ করে ব্যাটিংয়ে। নিউজিল্যান্ডের উইকেটে সাধারণত হাই-স্কোরিং ম্যাচ হয়। অবশ্যই আমাদের ২৬০-২৭০ না করলে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইট দেওয়াটা কঠিন। উইকেট যেমনই হোক, সেটির সঙ্গে আমাদের খাপ খাইয়ে নিতে হবে।’

ব্ল্যাক ক্যাপসদের প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলতে হলে ব্যাটসম্যানদের জেগে উঠা ছাড়া উপায় নেই। তামিমরা জ্বলে উঠতে পারছেন কিনা তা সকালেই জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© All rights reserved © 2017 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park