বিশেষ প্রতিবেদক : করোনার ভ্যাকসিন বাংলাদেশ অগ্রাধিকার ভিত্তিতে পাবে। আর পেলে নির্দিষ্ট সংখ্যক টিকা আর্থিক সামর্থ্যহীনদের জন্য বিনামূল্যে বিতরণ করা হবে।এমন সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভায়। বুধবার (৭ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব একথা জানান।
তিনি বলেন, টিকা সম্পর্কিত সবরকম প্রস্তুতি বাংলাদেশের রয়েছে। করোনার দ্বিতীয় প্রবাহ মোকাবিলায়ও সরকারসহ সংশ্লিষ্টরা তৎপর। সবাই যেন টিকা পায় তেমনভাবেই মূল্য নির্ধারণ করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।
এছাড়া, বৈঠকে আয়োডিনযুক্ত লবণ আইন, ২০২০ এর খসরার চুরান্ত অনুমোদন দেয় হয়েছে। আর, ৭ মার্চে বঙ্গবন্ধুর ভাষণের দিনটিকে ঐতিহাসিক দিবস হিসেবে ঘোষণা এবং দিনটিকে আন্তর্জাতিক দিবস হিসেবে পালন সংক্রান্ত প্রস্তাব মন্ত্রিসভায় পাঠানো হয়েছে।