মোঃ আনিসুর রহমান : নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে উত্তাল রাজধানী। শাহবাগ, প্রেসক্লাব, মৎস্য ভবনের সামনে থেকে বিক্ষোভ সমাবেশ থেকে বলা হয়েছে, ধর্ষকের রাজনৈতিক পরিচয় বিবেচনা করা ঠিক নয়। ধর্ষক যে-ই হোক তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
আজ শুক্রবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রতিবাদ সমাবেশ করে ছাত্রলীগ। এসময় বক্তারা বলেন, ধর্ষকের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। ধর্ষকের একমাত্র পরিচয় সে ধর্ষক। সে সমাজে সবচেয়ে ঘৃণিত। দ্রুততম সময়ে ধর্ষকদের বিচারের মুখোমুখি করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
এদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্র পরিষদের আয়োজনে হয়েছে বিক্ষোভ সমাবেশ। এতে জড়ো হয়েছে অনেক শিক্ষার্থী, তরুণ-তরুণীসহ সাধারণ মানুষ। এসময় বক্তারা বলেন, বিচারহীনতায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে বলে দেশজুড়ে নারী নির্যাতন মহামারির মতো ছড়িয়ে পড়েছে।
এই সমাবেশের দুইস্থানে ব্যাপক সংখ্যক পুলিশ নিয়োজিত করা হয়েছে। বিশেষ করে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনকারীদের ঘেরাও দিয়ে রাখতে দেখা গেছে পুলিশকে। এছাড়াও ঘটনাস্থলে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিয়োজিত রয়েছে।
সম্প্রতি সিলেটের এমসি কলেজ, নোয়াখালীর বেগমগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় ধর্ষণের ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে সর্বত্র। শিক্ষার্থী, সাধারণ জনগণ, দেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এর বিরুদ্ধে ফুঁসে উঠেছে ।
এছারা মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মুগদা থানা আওয়ামী লীগের আয়োজনে হয়েছে বিক্ষোভ সমাবেশ । মুগদা থানা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আনিসুর রহমান বাপ্পা দুরবীনকে বলেন “কিছু কুচক্রিমহল শেখ হাসিনা’র বিরুদ্ধে কটুক্তি করছে আমরা একুচক্রিমহল ও নারীদের প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানাই”। মুগদা থানা ছাত্রলীগের সহ সভাপতি কাওসার আহমেদ মোতালেব বলেন “ধর্ষকের একমাত্র পরিচয় সে ধর্ষক, ধর্ষকের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না।আমরা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব নেতা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা বিরুদ্ধে কটুক্তি ও নারীদের প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানাই” ।
সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে তীব্র প্রতিবাদ। ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার তীব্র দাবি উঠেছে সাধারণ জনগণের পক্ষ থেকে। ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিরোধী দল বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকেও জনগণের এই দাবির পক্ষে সমর্থন জানানো হয়েছে।