মোঃ হুমায়ন কবির : পটুয়াখালীতে দুর্যোগ মোকাবেলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর রাত ৮টায় জেলা প্রশাসক দরবার হলে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী সভাপতির মধ্য দিয়ে সভা পরিচালনা করেন জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট জিএম সরফরাজ, অনন্যদের মধ্য উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্ল্যাহ, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. আনোয়ার হোসেন, নৌ- বন্দর কর্মকর্তা মোঃ খাজা সাদেকুর রহমান, পটুয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. গোলাম সরোয়ার, পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহমদ, পটুয়াখালী প্রেসক্লাবেন সভাপতি কাজী সামছুর রহমান ইকবাল প্রমুখ।
সভায় জেলা প্রশাসক বলেন ঘুর্ণিঝড় মোকাবেলায় ইতোমধ্যে জেলার ৮শতাধিক আশ্রয়কেন্দ্র প্রস্তুত করে রাখা হয়েছে এবং ১১০টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী পুলিশ, স্বেচ্ছসেবক সংগঠন, সিপিপি ও রেডক্রিসেন্টের সদস্যরা প্রস্তুত আছে। প্রয়োজন হলে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হবে বলে জানান। অন্যদিকে দুর্যোগ আবহাওয়ার কারণে রাঙ্গাবালীর পানপট্টি নৌ-রুটে স্পিডবোর্ড ডুবিতে ১৩জন উদ্ধার হয়েছে এবং ৫জন যাত্রী নিখোজ রয়েছে।