আবাসিক ভবনের পঞ্চম তলায় বিস্ফোরনে দ্বগ্ধ ফেনীর গৃহবধু মেহেরুন নেছা ও মেয়ে হাফসা ইসলাম মারা গেছেন। হাফসা বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে ও বুধবার (১০ মার্চ) রাতে মেহেরুন নেছা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কিছুটা সুস্থতা অনুভব করায় বড় মেয়ে মরিয়ম রাজধানীতে খালার বাসায় রয়েছেন।
গত শুক্রবার মধ্যরাতে ভয়ংকর বিষ্ফোরণে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের হলি ক্রিসেন্ট স্কুল সংলগ্ন শফিক ম্যানশনের পঞ্চম তলার বাসায় থাকা মা-মেয়ে তিনজন দগ্ধ হন। হাফসা একাদশ শ্রেণি ও মরিয়ম দশম শ্রেণির ছাত্রী। ঘটনার পরদিন তাদের প্রবাসী বাবা দেশে ফিরেন। তারা মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের বাসিন্দা।