বাংলাদেশের কাছে উড়ে গেল ওমান। বাংলাদেশের রানের পাহাড়ে পিষ্ট ওমান ‘এ’ দল। শুক্রবার (৮ অক্টোবর) দেশটির বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৬০ রানের বড় জয় পেয়েছে মাহমুদউল্লাহ বাহিনী। এদিকে, ম্যাচটি দেখতে অসংখ্য প্রবাসী বাংলাদেশিরা এসেছিলেন আমিরাত স্টেডিয়ামে। স্লোগানে স্লোগানে পুরো মাঠ মাতিয়ে রাখেন তারা।
প্রথম ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ২০৭ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। জিততে হলে স্বাগতিকদের করতে হতো ২০৮ রান। কিন্তু বিশাল এ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা।
বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২০৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কোনো রান যোগ করার আগেই প্রথম উইকেট হারায় ওমান ‘এ’ দল। প্রথম ওভারে কোনো রান না দিয়ে প্রথম ব্রেকথ্রু এনে দেন টাইগার দলের অন্যতম ভরসা নাসুম আহমেদ। এরপর উইকেটের দেখা পেয়েছেন শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম ও আফিফ হোসেন ধ্রুবও।
ওমান দলের পক্ষে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন ব্যাটার শোয়াইব খান। যদিও ৩৯ বলে ৪৩ করে রান আউট হয়ে যান তিনি। রাফিউল্লাহ করেন ৩১ রান। এছাড়া মেহরান খান আর রউফ আতাউল্লাহ ১৯ রান করে যোগ করেন। আর কেউ দুই অঙ্কের কোটাও পার করতে পারেনি।
বাংলাদেশের বোলারদের মধ্যে শরিফুল ইসলাম ৩ উইকেট, মোহাম্মদ সাইফউদ্দিন ২ উইকেট এবং নাসুম, মেহেদী আর আফিফ হোসেন ১টি করে উইকেট লাভ করেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ওপেনার মোহাম্মদ নাঈম ৬৩ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। তার আগে লিটন দাস আউট হন শ্রীবাস্তবের বলে। ৩৩ বলে ১৬০’রও বেশি স্ট্রাইকরেটে ৫৩ রান করেন লিটন। এরপরের তিনজন অবশ্য নামের প্রতি মোটেই সুবিচার করতে পারেননি। সৌম্য সরকার ৮, মুশফিকুর রহিম শূন্য, আফিফ ৬ রান যোগ করে প্যাভিলিয়নে ফিরে যান। শেষ দিকে নুরুল হাসান সোহান ১৫ বলে করেন ৩৯ রান। শামিম পাটোয়ারীর ব্যাট থেকে আসে ১৯ রান।
ওমানের হয়ে ২টি করে উইকেট নেন আমির কলীম ও শ্রীবাস্তব। এই ম্যাচ শেষে ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা আছে। সেখানে ১০ তারিখ কোয়ারেন্টাইন পর্ব শেষে ১১ তারিখে অনুশীলনে নামবে টাইগাররা। এরপর ১২ তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্ততি ম্যাচ। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। ৩ অক্টোবর আবার অনুশীলনের পর ১৪ তারিখ দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড।
এদিকে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ১৫ তারিখ ওমান ফিরে যাবে বাংলাদেশ দল। পরদিন অনুশীলন শেষে ১৭ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। এরপর ১৯ অক্টোবর প্রথম পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ওমানের মুখোমুখি হবে টাইগাররা। ২১ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। এই ম্যাচটি হবে স্থানীয় দুপুর ২টায়।
এর আগে বিশ্বকাপে অংশ নিতে ৩ অক্টোবর দেশ ছাড়ে টাইগাররা। একদিন হোটেল কোয়ারেন্টাইনের পর অনুশীলন সেরেছে টাইগাররা। মোট ৩২ দিনের এই বৈশ্বিক টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে ৪৫টি ম্যাচ।
দুবাইয়ে শিরোপা নির্ধারণী ম্যাচ তথা ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর। ১৭ অক্টোবর পর্দা উঠতে যাচ্ছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের। এই টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ দল। শুরুতেই টাইগারদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে বর্তমানে ওমানে অবস্থান করছে বাংলাদেশ দল।