মোশাররফ হোসেন: করোনায় বাংলাদেশ জুড়ে রেড এলার্ট দেয়া হিয়েছে। সোমবার থেকে রোববার কঠোর লকডাউন ঘোষণা করেছেন জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন । এ বিষয়ে পোরগগাপন দেযা হবে আজ। নিজে বাঁচুন ও সবাইকে বাঁচতে দিয়ে জীবনের জয়গান গাইতে হবে ।যেতে হবে অনেক দূরে ।
করোনায তৃতীয় ঢেউয়ে কাঁপছে বিশ্ব। টিকা নিয়ে বাণিজ্য করতে গিয়ে ফাইজার, মডার্না, বিশ্বকে বিপাকে ফেলেছে।কাঁচামাল সংকটের কথা বলে অপরাপর টিকা তৈরির ঔষধ কোম্পানিকে পিছিয়ে দেয়া হয়েছে ।
এসটেরাজনকা, সিনোভেযাক, ইসপুতনিক-ভি এর বিরুদ্ধে অপপ্রচারের জন্য মানুষ বিভ্রান্ত হযেছে।যা মহাদূযোগে কামমো নয। কানাডা, বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশে টিকা পৌঁছাতে বিলম্ব হযেছে। এর মধ্যে করোনা তৃতীয় ঢেউয়ে কাঁপছে বিশ্ব।
করোনাভাইরাস সংক্রমণরোধে আগামী সোমবার (২৮ জুন) থেকে সাতদিন অর্থাৎ ৪ জুলাই পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন পালন করা হবে। মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে কাজ করবে পুলিশ, বিজিবি এবং মোতায়েন থাকতে পারে সেনাবাহিনী।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, আগামীকাল প্রজ্ঞাপন জারি। এক সপ্তাহ পর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
কোভিড ১৯ সংক্রমণ রোধকলপে আগামী সোমবার ২৮ জুন ২০২১ থেকে পরবর্তী নির্র্দেশ না দেয়া পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন পালন করা হবে।
এ সময় জরুরি পরিষেবা ছাড়া সকল সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরী পন্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন শুধু চলাচল করতে পারবে। জরুরী কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। গণমাধ্যম এর আওতা বহির্ভূত থাকবে।
এ বিষয়ে আরো বিস্তারিত আদেশ আগামীকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে।
তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।