বাংলাদেশ জয়ের জন্য টার্গেট ১৩৭ রানের। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কানাডার বিপক্ষে জয়ের জন্য বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ১৩৭ রানের টার্গেট পেয়েছে বাংলাদেশের যুবারা। সবকটি উইকেট হারিয়ে যুবাদের বিপক্ষে ১৩৬ রান করেছে কানাডা।
সেন্ট কিটসে কানাডার হয়ে সবচেয়ে বেশি ৬৩ রান করেন ওপেনার আনোপ চিমা। বাকিদের মধ্যে কাইরাভ শর্মা ১৪, মোহিত প্রাসার ১২ ও মিহির পাটেল ১১ রান করেন। বাংলাদেশের হয়ে বল হাতে ৩৭ রান খরচায় ৪ উইকেট নেন মেহরব। রিপন মন্ডল ২৪ রানে শিকার করেন ৪ উইকেট।
বাংলাদেশের জন্য এ ম্যাচটি ঘুরে দাঁড়ানোর মঞ্চ। আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল রাকিবুল হাসান বাহিনী। প্রথমে ব্যাট করতে নেমে শত রানের গণ্ডিও পেরোতে পারেনি বাংলাদেশ। মাত্র ৯৭ রানে গুটিয়ে যাওয়ার পর আঁটসাঁট বোলিংয়ে শুরুটা ভালো হলেও এত অল্প পুঁজিতে জয়টা আসেনি। যুবারা যখন তিন উইকেট হারায় তখন স্কোর বোর্ডে রান ছিল মাত্র ৭। দলীয় ৬ রানে বিদায় নেন মাহফিজুল ইসলাম। ব্যক্তিগত ৩ রানে তাকে শিকারে পরিণত করেন জশুয়া বয়ডেন।
মাহফিজুল বিদায় নিলে স্কোর বোর্ডে আর এক রান যোগ করে বাংলাদেশ। এর পরের দুটি উইকেট পড়লেও স্কোর বোর্ডে কোনো রান উঠেনি যুবা টাইগারদের। আরিফুল ইসলাম ৪ রানে সাজঘরে ফিরলে প্রান্তিক নওরোজ নাবিল নামের পাশে কোনো রানই যোগ করতে পারেননি।
শেষ দিকে বাংলাদেশ দলকে মোটামুটি একটা ভীত গড়ে দেওয়ার চেষ্টা করেন রিপন মণ্ডল ও নাইমুর রহমান। দুজনে মিলে গড়ে তুলেন ৪৬ রানের জুটি। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রানই করেন রিপন। এসএম মেহরবের ব্যাট থেকে আসে ১৪ রান। বাকিদের মধ্যে আইচ মোল্লা ১৩, নাইমুর ১১ ও আশিকুর ৯ রান করেন।
ইংল্যান্ডের হয়ে ৪ উইকেট নেন জশুয়া বয়ডেন। দুটি উইকেট পান থমাস আসপিনওয়াল। একটি করে উইকেট নেন জেমস সেলস, ফতেহ সিং ও টম প্রেস্ট।