মোশাররফ হোসেন: যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের ৫রাজজের বিভিন্ন শহরে মহাসর্তকতা ঘোষণা করা হয়েছে। ম্যাসাচুসেটস, নিউইয়র্ক, নিউ জার্সি, ভার্জিনিয়া,কানেকটিকাট, বোসটনসহ আটলান্টিক মহাসাগরের তীরবর্তী বিভিন্ন শহরের উপকূলে বইছে ঝড়ো হাওয়া।
তুষারপাত শুরু হয়েছে, ধীরে ধীরে এর মাত্রা বেড়ে ভয়াবহ রূপ ধারণ করে জনদুরভোগ বৃদ্ধি করছে। এসব রাজজের মেযররা উপকূলে মহাসর্তকতার পাশাপাশি জরুরি অবস্থা ঘোষণা করেছন।
তাপমাত্রা ৩০ডিগ্রি থেকে ২০ডিগ্রিতে নেমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। সেইসঙ্গে তুষারঝড় ও জলচছাস হওয়ার সম্ভাবনা রয়েছে বলে যুক্তরাষ্ট্রের আবহাওয়া অধিদপ্তর ঘোষণা দিয়েছে।
ইতিমধ্যে ম্যাসাচুসেটস রাজজের কেপকড, নানটুকাটে তুষারপাতের কারণে ৮১হাজার বাড়িতে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। নিউ ইংল্যান্ড বিদ্যুত নেই ১লক্ষ ১৭হাজার বাড়িতে।
পূর্ব উপকূলের কোন কোন এলাকায় বিশেষ করে নিউ জার্সিতে ৪৮ ইনচি ও মেসাচুসেট এর কোন কোন এলাকায় ৪৫ ইনচি তুষারপাত হবার আশঙ্কা করা হচ্ছে।
এরকম পরিস্থিতিতে ৩৫০০ বিমান এর সিডিউল বাতিল করা হয়েছে। শীত কালীন তুষারপাত জানুয়ারি মাসে ভয়াবহ রূপ ধারণ করে যুক্তরাষ্ট্রে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন কার্বন নিঃসরণের মাত্রা অতিক্রম করে উত্তর আমেরিকা জুড়ে এখন বদলে গেছে জীবন যাপন। পরিবর্তন হয়েছে আবহাওয়া এজন্য এখন জরুরি অবস্থা চলছে ।