তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশে বুধবারই দেশ ছেড়েছে বাংলাদেশ দল। এদিন বাংলাদেশ সময় সকাল ৭টা ৪৫ মিনিটে ক্রাইস্টচার্চে পৌঁছেছেন টাইগাররা।
পৌঁছেই ৩৫ সদস্যের সবাই করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। ফল নেগেটিভ হলে ক্রাইস্টচার্চের লিংকন ইউনিভার্সিটি হাইপারফরম্যান্স সেন্টারে ১৪ দিনের কোয়ারেন্টিনে যাবে বাংলাদেশ দল।
এ সফরে স্কোয়াডে ঠাঁই পেয়েছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। দলে ডাক পাওয়ার সুখবরেই কঠোর পরিশ্রম শুরু করেন এই অলরাউন্ডার। নিউজিল্যান্ড সফরে ভালো কিছু করার প্রত্যাশা দেখা গেল সাইফের মুখে।
সফরে যাওয়ার আগে বললেন, অলরাউন্ডার বলা হলেও বোলিং আমার প্রথম স্কিল। এটি নিয়ে আমি বেশ সিরিয়াস। আশা করছি, ভালো কিছু হবে এবার। ব্যাটিং পজিশন নিয়ে খুব একটা ভাবছি না। টিম ম্যানেজমেন্ট যেটা ভালো মনে করবে সেটিই করবে। একাদশে ঠাঁই পাওয়া নিয়ে আশাবাদী আমি। সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চাই।
নিজ দেশের উইকেট ও কন্ডিশনে কিউইরা দুর্বার-অপ্রতিরোধ্য। সেখানে তাদের হারাতে খাবি খায় অস্ট্রেলিয়া, ভারতের মতো দলও। এমন কন্ডিশনে সেভাবে প্রস্তুতিও নেওয়ার সুযোগ হয়নি সাইফউদ্দিনের।
এ বিষয়ে সাইফের জবাব, আলহামদুলিল্লাহ। শেষ যে কয়েক দিন ফেনীতে ছিলাম নিউজিল্যান্ডের কন্ডিশন মাথায় রেখে অনুশীলন করেছি। বিশেষ করে পেসবান্ধব উইকেট নিয়ে। সব মিলিয়ে আমার প্রস্তুতি ভালো। ইনশাআল্লাহ্, ওখানে প্রস্তুতির জন্য দুই সপ্তাহ সময় পেলে কোচিং স্টাফদের সহায়তা নিয়ে কন্ডিশনের সঙ্গে আরও মানিয়ে নেওয়ার চেষ্টা করব।