আবু মো: রুমি: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৪ ফেব্রুয়ারি ওয়াশিংটন ট্রাই স্টেট“ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি’র” ঐতিহ্যবাহী পিঠা উৎসব হয়ে গেল ভার্জিনিয়ার উডব্রিজ হাই স্কুলে l
বিকেল ৫ টা থেকে রাত এগারোটা পর্যন্ত চলা এই জমজমাট উৎসবে ওয়াশিংটন, ভার্জিনিয়া এবং মেরিল্যান্ডে বসবাসরত বিপুলসংখক প্রবাসী বাঙালি যোগ দেয়। প্রবাসীদেরকে লাইন দিয়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী নানা রকমের পিঠা কিনতে দেখা গেছে। কার আগে কে কিনবে তাই নিয়ে তাদের অনেকের মধ্যে প্রতিযোগিতা দেখা যায়।
৩৫ টি পিঠার ষ্টলে বাহারি পিঠা বিক্রির পাশাপাশি প্রায় ২৫ টি স্টল শাড়ি, অন্যান্য পোশাক এবং গহনার পশরা দিয়ে সাজানো হয়। পোশাক ও গহনার স্টলেও ছিল উপচে পড়া ভিড়। সাথে চলেছে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ থেকে আগত মাহমুদা মম, কালা মিয়া ও “ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি’র” খুদে গানরাজ এবং স্থানীয় অন্যান্য বাঙালি শিল্পীরা মঞ্চ মাতিয়ে রাখে। প্রবাসী বাঙালিরা প্রায় মধ্যরাত অবধি তাদের গান এবং নৃত্য প্রাণভরে উপভোগ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিন্সে উইলিয়াম কাউন্টির চেয়ারম্যান Ms. Ann B. Wheeler এবং বিশেষ অতিথি ছিলেন ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের Press Minister AZM Sajjad Hossain। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশের কিংবদন্তি খবর পাঠক এবং সাংবাদিক সরকার কবির উদ্দিন।
শুভেচ্ছা বক্তব্যে তারা এই ভাষার মাসে বিদেশের মাটিতে এই সুন্দর আয়োজনের জন্য আয়োজক সংগঠন “ ফ্রেন্ডস এন্ড ফ্যামেলী” কে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানান। তারা বাংলাদেশের ঐতিহ্য এবং সংস্কৃতি ধরে রাখতে তাদের এই ধরণের প্রয়াস অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
এর আগে আয়োজকদের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করে অনুষ্ঠানের অতিথি এবং স্পনসরদের সম্মাননা জানানো হয়।