এই সময়ে ইউটিউবে আরফান নিশো ও মেহজাবীন জুটির নাটক ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ভিন্ন ধরনের গল্প নিয়ে গত বুধবার প্রকাশ হওয়া ‘ভুলতে পারি না’ নাটকটিতে প্রথম চার দিনের মধ্যেই ২১ লাখেরও বেশি দর্শক দেখে ফেলেছে। জামাল হোসাইনের রচনায় ও মাসুম শাহরীয়ারের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশো, মেহজাবিন।
নাটকের গল্প
বিত্তবান বাবার একমাত্র মেয়ে রায়া। কোভিড পেশেন্ট, মৃত্যু পথযাত্রী রায়া‘কে রক্তের প্লাজমা দিয়ে জীবন বাঁচায় শিহাব।
মেডিক্যাল ফাইলে শিহাবের নাম এবং ফোন নাম্বার দেখে রায়া তাকে ফোন করে। শিহাব ফোন ধরে বলে, কোথাও ভুল হচ্ছে। রায়া যাকে খুজছে সে না। রায়ার তখন সন্দেহ হয়, এ কি সেই শিহাব, অনার্সে পড়বার সময় যে শিহাবকে রায়া চাষার ছেলে বলে অপদস্ত করেছিলো? গ্রাম থেকে আসা সহজ সরল ছেলে শিহাবকে একদিন রায়া বন্ধুদের সামনে চাষার ছেলে বলে অপমান করে।
শিহাব এই অপমান ভুলতে পারে না। আর অসুখের ভয়ঙ্কর স্মৃতি, অহংকারী রায়াকে বদলে দেয়। কিন্তু চাষার ছেলের অভিমান তখন আরো গাঢ় হয়। দুই ছেলে মেয়ের স্বাভাবিক প্রেমের টান শেষ পর্যন্ত কি ভালোবাসার তীব্রতায় রূপ নিতে পারে?