নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের তল্লা মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনায় মসজিদের বিদ্যুৎ সংযোগকারী মোবারক হোসেনকে গ্রেফতার করেছে সিআেইড ।
রোববার দুপুরে বিশেষ পুলিশ সুপার সিআইডি নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার বিকেলে কোর্ট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। আজ পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাকে
আদালতে পাঠানো হয়
গ্রেফতার প্রসঙ্গে নাসির উদ্দিন জানান, মসজিদে একটি অবৈধ বৈদ্যুতিক লাইন ছিল। গত ৪ সেপ্টেম্বর এশারের সময় কারেন্ট চলে যাওয়ায় সংযোগ দেয়ার সময় স্পার্ক করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই অবৈধ বৈদ্যুতিক লাইনে সংযোগের কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে।